প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০
২০১১ সালের এইদিনে কচুয়ার রহিমানগরে চিহ্নিত ক'জন সন্ত্রাসী মহসিন (২২) নামে এক যুবককে প্রকাশ্যে খুন করে। একই দিনে চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল এলাকায় স্বপন বেপারী (২২) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জ বড় মসজিদের সামনে থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে।
২০১৪ সালের এইদিনে শাহরাস্তির নরহ গ্রামে জমি সংক্রান্ত লেনদেনের মীমাংসা না হওয়ায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয় বৃদ্ধ মমতাজ মিয়ার লাশ।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর জেলার প্রবীণ রাজনীতিক, সিনিয়র আইনজীবী শেখ মতিউর রহমান ইন্তেকাল করেন।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাদকদ্রব্যের কুফল ও প্রতিকার বিষয়ক জেলা পর্যায়ে চূড়ান্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
২০১৭ সালের এইদিনে হাজীগঞ্জের বলাখাল এলাকায় ডাকাতিয়া নদী থেকে মুসলিম মজুমদার (৫৫) নামে এক মাঝির লাশ উদ্ধার করা হয়। একইদিনে মতলব উত্তরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিয়া আক্তার আইরিন (৬) নামে এক শিশু মারা যায়।
২০১৮ সালের এইদিনে শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের হাজী বাড়িতে পানিতে ডুবে লামিয়া আক্তার (৫) ও সামিয়া আক্তার (৫) নামে দু শিশু কন্যা মারা যায়।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবে পিআইবির আয়োজনে অনুসন্ধানমূলক তিনদিনের সাংবাদিকতা প্রশিক্ষণের প্রথমদিন রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান।
২০২১ সালের এইদিনে হাজীগঞ্জের লাওকোরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার বিনষ্ট ও ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন।