প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০
২০০৪ সালের এইদিনে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া চাঁদপুরে আসেন এবং নবনির্মিত হাইমচর উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন, চাঁদপুর নতুনবাজার হরদয়াল নাগের বাড়ির সামনে চাঁদপুর পৌর অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়, নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
২০০৬ সালের এইদিনে ১৪ দলের রাজপথ, রেলপথ, নৌপথ, অবরোধ কর্মসূচি পালনকালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তফা মিলনের নিহত হওয়া এবং ১৪ দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতন ও হামলার প্রতিবাদে দেশব্যাপী হরতালের সমর্থনে চাঁদপুরে ১৪ দলের শোক র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র বিশাল (১৫)-এর লাশ তিন দিন পর হাইমচরের চরভৈরবী এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।
২০১৪ সালের এইদিনে কচুয়ার পালাখাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর জেলায় ইতিহাস সৃষ্টি করে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠের ঈদ ম্যাগাজিন ফরিদগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২০১৭ সালের এইদিনে পশ্চিম সকদীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের মাড়কি বঙ্গেআলী মজুমদার বাড়িতে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর পুড়ে ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
২০২১ সালের এইদিনে চাঁদপুরের ডিবি পুলিশ চাঁদপুর শহরের বিটি রোডে অভিযান চালিয়ে আমিন খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।