প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
২০০০ সালের এইদিনে চাঁদপুর শহরের শপথ চত্বরে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর শহরের বেবী স্ট্যান্ড সরিয়ে নিতে টালবাহানা করায় পুলিশি অভিযান চালানোর কারণে চালকরা পৌরভবন ঘেরাও করে পরে স্বেচ্ছায় প্রত্যাহার করে।
২০০৯ সালের এইদিনে চাঁদপুর সদরের বাবুরহাটে নির্মাণাধীন জেলা কারাগারের দেয়ালে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমিন (২২) নামে রাজমিস্ত্রির সহকারী নিহত হয়।
২০১৩ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠে একাধিকবার সংবাদ প্রকাশ হওয়ায় অবশেষে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড় প্রশস্তকরণের কাজ শুরু করে চাঁদপুর পৌরসভা।
২০১৪ সালের এইদিনে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সবুর খানের পিতা আলহাজ্ব মোঃ ইউনুছ খান চাঁদপুর সদরের বাবুরহাটস্থ নিজ বাসভবনে মারা যান।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর সদরের আলগী গ্রামে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩০) নামে এক রিক্সাচালক মারা যান।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর সদরের রঘুনাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদিউজ্জামানের ছেলে মুরাদ হোসেন মারা যান।
২০১৮ সালের এইদিনে ফরিদগঞ্জের পূর্ব একলাশপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ভাইয়ের হামলায় বোন নুরজাহান বেগম (৫০) প্রাণ হারান।
২০২০ সালের এইদিনে ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী, মাদক বিক্রেতা, জুয়াড়ি ও ওয়ারেন্টের আসামীসহ ১০ জনকে আটক করে পুলিশ।
২০২১ সালের এইদিনে মতলব দক্ষিণের চরমুকন্দী মোল্লা বাড়িতে অভিমান করে বিষপানে মুকিত হোসেন মিরন (৫৫) নামে পোল্টি ফার্ম ব্যবসায়ী আত্মহত্যা করেন।