প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
২০০০ সালের এইদিনে জাতীয় সংসদ নির্বাচন সংস্কার সুপারিশমালা বাস্তবায়নের দাবিতে ফেমা চাঁদপুর জেলা শাখা কর্মসূচি গ্রহণ করে।
২০০৩ চাঁদপুর শহরের পুরাণবাজারে দৈনিক চাঁদপুর কণ্ঠ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি বিতরণ করেন এসএ সুলতান টিটু।
২০০৫ সালের এইদিনে চাঁদপুরের তৎকালীন পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশ চাঁদপুরের সভাপতি মোঃ মোখলেছুর রহমানকে কমিউনিটি পুলিশ কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
২০১৪ সালের এইদিনে কচুয়ার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মহীউদ্দীন খান আলমগীর।
২০১৫ সালের এইদিনে মতলব উত্তরের ছেঙ্গারচর ডিগ্রি কলেজ বনাম নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী দল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন।
২০১৬ সালের এইদিনে শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে এসে আফলাতুন হোসাইন (১৯) নামে একজনকে আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর সদরের রাজরাজেশ্বরে বজ্রপাতে সেলিনা বেগম (৪৫) ও ছেলে ইয়াছিন (১৪) নিহত হয় ও ৩ জন আহত হয়।
২০১৯ সালের এইদিনে বাংলাদেশ পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা, পুলিশ স্টাফ কলেজের রেক্টর, অতিরিক্ত আইজিপি, চাঁদপুরের শাহরাস্তির চন্ডিপুর গ্রামের কৃতী সন্তান রৌশন আরার দাফন সম্পন্ন হয়।