প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০
১৯৮৫ সালের এইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মেহের ও ওয়ারুকের মাঝামাঝি স্থানে সড়কে ট্রাক ব্যারিকেড দিয়ে লাশবাহী গাড়িতে ডাকাতি হয়।
২০০৫ সালের এইদিনে চাঁদপুর সরকারি কলেজের অনার্স ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে ব্যাপক ভাংচুর ও ১৫জন মারাত্মক আহত হয়।
২০১০ সালের এইদিনে হাইমচর থানার অফিসার ইনচার্জ আঃ সামাদ ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান।
২০১১ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৪)কে উত্ত্যক্ত করার দায়ে জাফরাবাদ এলাকার জুলহাস খান (২০)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়।
২০১৩ সালের এইদিনে এককালের তুখোড় বাস্কেট বল খেলোয়াড়, সদালাপী বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন বুলু (৬০) চাঁদপুর শহরের প্রভাবশালী নেতার অফিসে শারীরিকভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে ৭ দিন পর ঢাকার মিরপুর ডেলটা হাসপাতালে মারা যান।
২০১৪ সালের এইদিনে ৬ষ্ঠ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার হাজীগঞ্জ উপজেলার প্রান্তিক পর্বের সমাপনী অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের এইদিনে কচুয়ার বড়দৈল গ্রামে মাদকাসক্ত যুবক মহন মিয়া (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
২০১৭ সালের এইদিনে ৯ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা হাইমচর হতে শুরু হয়।
২০১৯ সালের এইদিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের গোবিন্দপুর গ্রামের আল-আমিন (২৫) ও হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সোহেল (২৪) মারা যান।
২০২১ সালের এইদিনে চাঁদপুর সদরের ঘোষেরহাটে বালুবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে জসিম গাজী (২৮) নামে এক ব্যক্তি নিহত হন।