প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
১৯৮৯ সালের এইদিনে চাঁদপুর সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ এ ডব্লিউ এম তোহা মিয়াকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
১৯৯৯ সালের এইদিনে চাঁদপুর শহরের গুণরাজদী গ্রামে ভয়াবহ ভাঙ্গনে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ার নদীতে বিধ্বস্ত হয়।
২০০২ সালের এইদিনে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে বিষ্ণুদী রোডের উপর অবস্থিত কাঁচা বাজার উচ্ছেদ করা হয়।
২০১১ সালের এইদিনে কচুয়ায় হরতাল সমর্থকদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে ড. মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি বহরে হামলা, ফিলিং স্টেশন ভাংচুর, ১০ জন আহত ও ৩ জন গ্রেফতার হয়।
২০১৪ সালের এইদিনে ফরিদগঞ্জের চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো লুৎফুর রহমান খান (৬০) তার আপন ছোট ভাই চাঁদপুর আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমান খানের উপর্যুপরি আঘাতে মারা যান।
২০১৫ সালের এইদিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
২০১৬ সালের এইদিনে চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর শহরের মাছ ঘাটে ডাকাতিয়া নদীর পাড় থেকে নৌ পুলিশ ১৯০ কেজি জাটকা, ইঞ্জিন চালিত নৌকাসহ ২ জেলেকে আটক করে।
২০২০ সালের এইদিনে মতলব উত্তরের মুন্সিকান্দি গ্রামে করোনার উপসর্গ নিয়ে জুলেখা বেগম(৫০) নামে এক বৃদ্ধা মারা যাওয়ায় ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
২০২১ সালের এইদিনে মতলব উত্তরে ঝড়ের কবলে গাছে চাপা পড়ে শাহাদাত হোসেন (১৮) নামে এক কিশোর মারা যায়।