রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০৪ সালের এইদিনে মতলবের চরমাছুয়া গ্রামে সিরাজ মোল্লা তার স্ত্রী সাহিদা বেগমকে পিটিয়ে হত্যা করে।

২০০৭ সালের এইদিনে ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক পাটোয়ারীর বাড়ি থেকে পুলিশ ৫ বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করে।

২০১১ সালের এইদিনে চাঁদপুর সদরের দক্ষিণ বালিয়া গ্রামে ভাসুরের লাঠির আঘাতে নূরুল ইসলাম গাজীর স্ত্রী ৫ সন্তানের জননী হাজেরা বেগম (৪২) মারা যান।

২০১২ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী। এ সময় প্রেসক্লাবের সভাপতি কাজী শাহাদাতসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৩ সালের এইদিনে কচুয়া-সাচার সড়কের দোয়াটি নামক স্থানে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে কুখ্যাত ডাকাত ছোট জামাল (৪৩) ও শাহপরান (৩৫) মারা যায়। এ ঘটনায় জনতা আনন্দ মিছিল ও মসজিদ মন্দিরে মিষ্টি বিতরণ করে।

২০১৪ সালের এইদিনে হাজীগঞ্জের কংগাইশ নামক স্থানে ট্রেনে কাটা পড়ে জয়নব বেগম (৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়।

২০১৬ সালের এইদিনে চাঁদপুর সদরের রামপুর আদর্শ আলিম মাদ্রাসায় আকস্মিকভাবে ভাইরাসে আক্রান্ত ২৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের চরচন্না গ্রাম থেকে সালমা (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

২০১৮ সালের এইদিনে চাঁদপুর বিতর্ক একাডেমির প্রথম ব্যাচের সমাপনী ও দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।

২০১৯ সালের এইদিনে একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রান্তিক পর্ব অনুষ্ঠিত হয়।

২০২১ সালের এইদিনে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং সন্দেহে ৪৭ জনকে আটক করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়