প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০
২০০১ সালের এইদিনে হাইমচরের সাংবাদিক আমির হোসেন মারা যান।
২০০৪ সালের এইদিনে চাঁদপুর পৌর পাঠাগারে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে মধ্য রাতে নতুন কমিটি ঘোষণার সাথে সাথে ব্যাপক বোমাবাজি ও ভাংচুরের ঘটনা ঘটে।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর সদরের পশ্চিম সকদী মিজি বাড়িতে রিয়া আক্তার (১২) বিষপানে আত্মহত্যা করে। একইদিনে ফরিদগঞ্জের শীর্ষ চাল ও গম ব্যবসায়ী ছলিম উল্লাহকে পুলিশ আটক করে।
২০১২ সালের এইদিনে ফরিদগঞ্জের ধানুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়। এ ঘটনায় জনতা সড়ক অবরোধ করে।
২০১৪ সালের এইদিনে চাঁদপুর সদরের মহামায়া এলাকায় বিজিবির গুলিতে যুবদল কর্মী ফারুক পাটোয়ারী (৩৫) নিহত হন।
২০১৭ সালের এইদিনে আইন অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে হাইমচর উপজেলা টাস্কফোর্স ৬ জেলেকে আটক করে দেড় বছরের কারাদ- প্রদান করে।
২০২০ সালের এইদিনে হাজীগঞ্জের পশ্চিম কাজীরগাঁও গ্রামের মিয়াজী বাড়িতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অপরাধে প্রধান আসামী জুয়েলকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, আসামী রিপনকে ৫ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- ও ফারহানা ওরফে ফেন্সীকে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ।