প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
২০০১ সালের এইদিনে চাঁদপুর কমিউনিটি পুলিশ চাঁদপুর অঞ্চল-৫-এর উদ্বোধন করেন অঞ্চল সভাপতি কাজী শাহাদাত।
২০০৩ সালের এইদিনে চাঁদপুর শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোমেনা খাতুন মারা যান।
২০০৮ সালের এইদিনে চাঁদপুরের সাবেক পৌর কমিশনার ও জাপা নেতা মোস্তাফিজুর রহমান দুলাল মারা যান।
২০১১ সালের এইদিনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ৩৮০জন প্রকৃত দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল ভূমিহীনদের মাঝে বরাদ্দকৃত ঘর/খাস ভূমির রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।
২০১৩ সালের এইদিনে হাইমচরের কৃতী সন্তান প্রথিতযশা রাজনীতিবিদ আব্দুল্লাহ সরকার (৭২) ঢাকার গুলশান শাহাজাদপুরস্থ নিজ বাস ভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর সদরের ঘোষেরহাটে নাশকতার ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে।
২০১৬ সালের এইদিনে দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শফিক উল্ল্যা সরকার মারা যান।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর সদরের শাহতলী পাটওয়ারী বাড়ির মোঃ ইউনুস পাটওয়ারীর ছেলে মুকবুল পাটওয়ারী (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
২০১৯ সালের এইদিনে কচুয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
২০২০ সালের এইদিনে চাঁদপুর সদরের চান্দ্রা বাজার এলাকায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর মোহাম্মদ বেপারী (৭৫) ও সিরাজ ছৈয়াল (২৫) নামে দু'ব্যক্তি মারা যায়।