প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
১৯৯৫ সালের এইদিনে চাঁদপুর সদরের তরপুরচন্ডী গ্রামের বাসিন্দা প্রখ্যাত ক্রীড়াবিদ একেএম লোকমান হোসেন মারা যান।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান ভূঁইয়াকে সেনাবাহিনী আটক করে।
২০০৯ সালের এইদিনে চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য সমাজসেবক ও ব্যবসায়ী আঃ জব্বার মারা যান।
২০১১ সালের এইদিনে চাঁদপুর গভঃ টেকনিক্যাল স্কুল এলাকার গ্যাস অফিস সংলগ্ন রাস্তার পাশ থেকে ব্র্যাক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম (২৮)-এর লাশ পুলিশ উদ্ধার করে।
২০১৫ সালের এইদিনে ফরিদগঞ্জের শাশিয়ালী গ্রাম থেকে প্রবাস ফেরৎ ইয়াছিনের স্ত্রী জাহানারা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
২০১৬ সালের এইদিনে মতলব দক্ষিণের খাদেরগাঁও গ্রামে বিষপানে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করে।
২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের আলোনিয়ায় নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
২০২০ সালের এইদিনে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মজুমদার (৫৭) মারা যান।
২০২১ সালের এইদিনে ফরিদগঞ্জের গাব্দেরগাঁও গ্রামে শারমিন আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।