প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
২০০১ সালের এইদিনে চাঁদপুর সদরের ইচলী ফেরি থেকে নদীতে পড়ে মাইক্রোবাস ডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়। একইদিনে চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী আব্দুল হাকিমের দাফন সম্পন্ন হয়।
২০০৭ সালের এইদিনে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ ফরহাদের লাশ উদ্ধার করা হয়।
২০১১ সালের এইদিনে ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদায়ী অধ্যক্ষ মুজিবুর রহমানের সংবর্ধনা ও প্রজন্ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান।
২০১২ সালের এইদিনে টিআইবি, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও সিডিএম-এর আয়োজনে চাঁদপুর প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৮ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠ অনলাইন সম্পাদনা পরিষদের প্রথম সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।