প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
১৯৯১ সালের এইদিনে ফরিদগঞ্জের চরদুঃখিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনতার সংঘর্ষে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়।
একইদিনে মতলবের এখলাশপুরে ডুবন্ত লঞ্চ থেকে উদ্ধারকৃত ৭৫টি লাশ চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
২০০৪ সালের এইদিনে ফরিদগঞ্জের চাষাঢ়া গ্রামের হেদায়েত উল্যার ছেলে রাসেল (৮) নামে শিশুর গামছা প্যাঁচানো ঝুলন্ত লাশ গাছে পাওয়া যায়।
২০১০ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠ কার্যালয় পরিদর্শনে দেশের জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের 'দেশজুড়ে' অনুষ্ঠানের প্রযোজক মানিক সিকদারের নেতৃত্বে একদল প্রতিনিধি আসেন এবং পত্রিকা সংক্রান্ত বিষয়ে প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সাক্ষাৎকার ধারণ এবং পত্রিকায় কর্মরত সাংবাদিকদের কর্মতৎপরতা ধারণ করেন।
২০১৪ সালের এইদিনে কচুয়া থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় আঃ রহিম (২৫) ও রুবেল (২৬) নামে দু ডাকাতকে আটক করে।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর সদরের উত্তর রঘুনাথপুর বেপারী বাজারের দিদার উল্যাহ বেপারী বাড়িতে হুমায়ুন কবির (৪০) নামে চার সন্তানের জনক আত্মহত্যা করে।
২০১৭ সালের এইদিনে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলাম।
২০১৮ সালের এইদিনে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জন্যে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের চাবি স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের কাছ থেকে গ্রহণ করেন ডাঃ দীপু মনি এমপি ও হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।
২০২০ সালের এইদিনে ১৩ মামলার পলাতক আসামী মতলব উত্তরের কামালদি মাথাভাঙ্গা গ্রামের মোঃ জনি (৩৩) কে ১২শ' পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করে।