প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০
২০০২ সালের এই দিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের ইফতার মাহফিল চাঁদপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের এই দিনে চাঁদপুরে ডাঃ মোশতাক আহমেদকে মোবাইল ফোনে হুমকিদাতা চাঁদাবাজকে অভিনব কায়দায় পুলিশ গ্রেফতার করে।
২০০৫ সালের এই দিনে চাঁদপুর শহরের মাতৃমঙ্গল হাসপাতালে ডাক্তারের অবহেলায় লিপি নামে এক নারীর মৃত্যু ঘটে।
২০০৯ সালের এই দিনে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বাঙালি জাতির অহঙ্কার বীর প্রতীক তারামন বিবি।
২০১০ সালের এই দিনে চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় নোলক জুয়েলার্সে চাঁদপুরে নবাগত এনডিসি পরিচয়ে প্রতারণা করতে গেলে আশিকুল ইসলাম ও তার মা ইয়াসমিনকে পুলিশ আটক করে।
২০১১ সালের এই দিনে চাঁদপুর শহরের ষোলঘরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের চরহোগলা গ্রামের অবসরপ্রাপ্ত এসিল্যান্ড আমির হোসেন (৮০) মারা যান।
২০১২ সালের এই দিনে শাহরাস্তির আলীপুর নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৮০) মারা যান।
২০১৪ সালের এই দিনে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাজমুল মজুমদার নিজাম।
২০১৫ সালের এই দিনে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর গ্রামে বন্ধু মাইনুদ্দিনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ঘাতক সুমন।
২০১৬ সালের এই দিনে ফরিদগঞ্জ থানা পুলিশ বালিথুবা গ্রাম থেকে মাসুদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
২০১৮ সালের এইদিনে চাঁদপুর সদরের ৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি স্বপন মাহমুদকে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ আটক করে।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে দু'শ্রমিকের মারামারিতে মোঃ জাহিদ হাসান (৩০) নামে এক শ্রমিক নিহত হয়। এ ঘটনায় মহিউদ্দিন (২২) নামে এক শ্রমিক আটক হয়।
২০২০ সালের এইদিনে চাঁদপুর সদরের মধ্য হামানকর্দ্দি গ্রামে গাছ থেকে পড়ে দুলাল মিজি (৪০) নামে এক শ্রমিক মারা যান। একইদিনে ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিক পাটওয়ারী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান।