বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

রাজনীতি

বিমল কান্তি দাশ
রাজনীতি

রাজনীতি ব্যুৎপত্তিগত বিশ্লেষণে প্রতিভাত হয় যে, নীতির রাজা অথবা রাজার নীতি হলো রাজনীতি। রাজনীতিগুলো পরিচালিত হওয়ার ধারাগুলো হলো : গণতান্ত্রিক-সমাজ তান্ত্রিক-স্বৈরতান্ত্রিক-ধর্মতান্ত্রিক ইত্যাদি। এর মধ্যে অতি সর্বাধিক প্রশংসিত হলো গণতান্ত্রিক অথবা জনতান্ত্রিক সরকার। আর ঘৃণিত হলো স্বৈরতান্ত্রিক সরকার। যা শেষে একসময় মরণব্যাধিতে আক্রান্ত হয়ে সমূলে পতন অনিবার্য করে দেয়। আবার নিয়মিত গণতন্ত্র চর্চার স্বচ্ছতা এর দীর্ঘ স্থায়িত্বের ইঙ্গিত বহন করে। আবার দ্রাবক যদি গণতন্ত্র হয় আর দ্রাব্য যদি তোষামক এবং চাটুকার হয়, তবে দ্রবণটি অবশ্যই স্বৈরাচার হবে।

কোনো এক সময় (সম্ভবত ১৮৬১-১৮৬৫ পর্যন্ত) উত্তর আমেরিকার এবং দক্ষিণ আমেরিকার মধ্যে বর্ণবৈষম্যবাদী এবং আত্মঘাতী যুদ্ধ চলতে ছিল। কিন্তু এই যুদ্ধে উত্তর আমেরিকার পক্ষে জনাব আব্রাহম লিংকন নেতৃত্ব দিয়ে বিজয়ী হয়েছিলেন এবং গ্যাটিসবার্গ নামক ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যা ইতিহাস খ্যাত 'গ্যাটিসবার্গ অ্যাড্রেস' নামে খ্যাত। যদ্বারা বিশ্বে প্রোথিত হয়েছিল এক দ্যুতিময় মাইল ফলক। যেটি থেকে বিচ্ছুরিত হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক আলোকচ্ছটা। যা সজ্ঞায়িত হয়েছে : Democratic government is Of the people By the people For the people. বাংলাদেশ সরকার গুলোর বহুদিনের ঘুণেধরা বাংলাদেশী গণতন্ত্রের যে কুৎসিত রূপটা প্রকাশিত হয়েছিল তা হলো : বাংলাদেশী Democratic government is Off the people Byu the people Far the people. গণতন্ত্রের এই প্রাচীন পরিবর্তন হওয়ার পর কিছু নবিশ দুর্বৃত্ত তাদের দুর্বৃত্তায়নের ধরণ সামাজিক দুর্বৃত্তায়ন থেকে সরকারি অফিস আদালত-ইউনিয়ন পর্যায়ের অফিস খরচ বাবদ দুর্নীতি মাত্রাতিরিক্ত ভাবে বাড়ায়ে দিয়েছে। ফলে কিছু সরকারি কর্মচারী যেমন আঙ্গুল ফুলে কলা গাছ, অন্যদিকে সাধারণ জনগণের নাভিশ্বাস। কোমলমতি ছাত্রদের কাছে আমাদের অনুরোধ, যেন দৈনন্দিন কাজগুলো উৎকোচ ব্যতীত সম্পাদন করতে পারি। সরকারি এমন কোনো অফিস নেই যেখানে ঘুষ ছাড়া কোনো কার্য সম্পাদন হয়।

স্রষ্টার সৃষ্টির অভিনবত্ব হলো 'চাটুকার'। এদের বাচনভঙ্গি-অঙ্গভঙ্গি- স্তুতি ভঙ্গি ইত্যাদি প্রয়োগে এমন ভাবে তাদের কাজ বাগিয়ে নিয়ে যায়, যা নীতির পরিপন্থী। চাটুকারিতায় খুব একটা লেখাপড়া লাগে না। চাটুকারেরা কথার সম্মোহিনী শক্তিতে নেতাকে বাগিয়ে বহু অসম্ভব কাজ বাগিয়ে নিয়ে যায়। দলের এই ক্রান্তি লগ্নে ঘুরে দাঁড়াবার মত কোনো নেতার আবির্ভাব শাসক দলের মধ্য থেকে আবির্ভাব হয় নি। এটা কিন্তু ভাবী কালের জন্যে অত্যন্ত কলঙ্ক জনক অধ্যায়।

পরিশেষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহিদ মুক্তি যোদ্ধা-১৯৭১ সালের দুরাচারী পাক-সেনাদের বিরুদ্ধে সংগঠিত মুক্তি যুদ্ধের শহিদ স্মরণে এবং ২০২৪ সনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহিদের প্রতি যথাযোগ্য সম্মান নিবেদন করে তাদের আত্মার সদগতি কামনা করি। বাংলার জনগণের মনে প্রকৃত দেশপ্রেম উদ্রেক হোক।

লেখক : কবি ও প্রাবন্ধিক; অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়