শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৪

শ্রীনগরে সাদ পন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অনলাইন ডেস্ক
শ্রীনগরে সাদ পন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সাদ পন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার বালাশুর চৌরাস্তা এলাকায় উগ্র সাদ পন্থিদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও টঙ্গীর ময়দানে ঘুমন্ত সাধারণ সাথীদের উপর হামলাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর, বৃহস্পতিবার জুমার নামাজের পর বালাশুর বটতলা থেকে বালাশুর বউবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজনে শ্রীনগর উপজেলার মসজিদ-মাদ্রাসার ইমাম, মুহতামিম, যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের তাওহীদি জনতা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালাশুর দারুল উলুম কাসেমিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা ইউনুস আহমেদ কাসেমী। তার সাথে মুফতি জয়নাল আবেদীন, মুফতি খালেক সাইফুল্লাহ, মুফতি আক্তার হোসেন, মুফতি মইনুল ইসলাম মাহমুদি, মুফতি আলী হায়দার জিহাদি, মাওলানা হাসান, মাওলানা আবু বক্কর, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা রিয়াজ এবং হাফেজ মাওলানা আব্দুল সফুর বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে শ্রীনগরের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মোহতামিম, ছাত্র-শিক্ষক এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধন শুরুর পূর্বে মহান আল্লাহর দরবারে টঙ্গীর ময়দানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা সাদ পন্থিদের কার্যক্রম অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান। সেই সঙ্গে টঙ্গীর ময়দানে নিরীহ সাথীদের উপর হামলার সঙ্গে জড়িতদের ফাঁসির শাস্তির জোরালো দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়