রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০

১০০ টাকায় পুলিশে চাকুরি !!
অনলাইন ডেস্ক

এটা গোপনীয় হলেও সবাই জানতো (ওপেন সিক্রেট) যে, পুলিশে চাকুরি হতে হলে মামার জোর লাগে, মন্ত্রী-এমপির সুপারিশ লাগে, সর্বোপরি নগদ টাকা লাগে। এ টাকা কে খেতেন বা খান সেটা কম-বেশি সবাই জানে। সদ্য সাবেক আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ), চাঁদপুর জেলার কৃতী সন্তান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশে চাকুরি সংক্রান্ত দুর্নীতি রোধে জেলা পর্যায়ে কর্মরত সকল পুলিশ সুপারকে নির্দেশ দেন। তখন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন জিহাদুল কবির। তিনি অক্ষরে অক্ষরে পালন করলেন আইজিপির এই নির্দেশ। শতাধিক টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন প্রার্থীরা। স্থানীয় ও জাতীয় পর্যায়ে এমন নিয়োগের বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জনাব জিহাদুল কবিরের মতো দেশের অনেক এসপি তৎকালীন আইজিপির নির্দেশ মেনে যেমন সাড়া জাগান, তার বিপরীতে কিছু এসপি উক্ত নির্দেশ অমান্য করে সংবাদ শিরোনাম হন, তীব্র সমালোচনার শিকার হন।

বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ তাঁর পূর্বসূরির মতোই। তিনি বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নসহ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তার আলোকে চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) মাত্র ১০০ টাকায় ৫০ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দিলেন। তিনি বলেন, সরকার নির্ধারিত ফি ১০০ টাকার বিনিময়ে ৫০ জনকে শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। এজন্যে প্রথম থেকেই সকলকে কোনো ধরণের প্রতারিত না হওয়া ও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যে নির্দেশনা প্রদান করে থাকি। এছাড়াও প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত সকলের মেডিকেল পরীক্ষা সরকারি খরচে নেয়ার জন্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি নিয়োগপ্রাপ্তদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। নিয়োগপ্রাপ্ত ক’জন গণমাধ্যমকে বলেন, ১০০ টাকার বিনিময়ে পুলিশে চাকুরি পেয়ে আমরা বিস্মিত ও আনন্দিত। এজন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও এসপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্মরণকালের ইতিহাসে চাঁদপুরে বিনা ঘুষ ও তদবিরে শুধুমাত্র শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশে চাকুরি হবার একাধিক ঘটনায় বিস্ময় সৃষ্টি হয়েছে। কথিত আছে, অতীতে ঘুষ দিয়েও পুলিশে চাকুরি হয়নি এবং ঘুষের টাকা দালালরা ফেরৎও দেয়নি। এমন দুর্নাম থেকে পুলিশকে রক্ষা করতে পর পর দুজন আইজিপির প্রয়াস নিঃসন্দেহে যুগান্তকারী। আমরা এজন্যে তাঁদেরকে এবং তাঁদের প্রয়াসে সাড়া প্রদানকারী পুলিশ সুপারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়