প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
এমন সংবর্ধনা সুফলদায়ক
সাধারণ্যে ব্যাপক আলোচনায় আসতে হলে, সমাজের বোদ্ধা ও সচেতন শ্রেণীর বিশেষ নজরে থাকতে হলে গতানুগতিকতার বাইরে গিয়ে কিছু না কিছু করতে হয়। এমনটিতে যারা পারঙ্গম, তারাই আশাব্যঞ্জক সুনাম অর্জনে সক্ষম হন। এক্ষেত্রে হাজীগঞ্জ পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের কম-বেশি সক্ষমতা আছে বলে বার বার লক্ষ্য করা গেছে।
|আরো খবর
গত বুধবার (৩ নভেম্বর ২০২১) ছিলো হাজীগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর সভা। এ সভায় টিএলসিসির সদস্যবৃন্দ, প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ভালো একটি সমাবেশ হওয়ার বিষয়টি নিশ্চিত জেনে মেয়র একটি ব্যতিক্রম সংবর্ধনার আয়োজন করলেন। এজন্যে টিএলসিসির সভাটিকে পৌর মিলনায়তনে অর্থাৎ চার দেয়ালের মাঝে না করে পৌর পরিষদ মাঠে উন্মুক্ত পরিবেশে করলেন। এ সভার পূর্বে তিনি আড়ম্বরপূর্ণ আয়োজনে সংবর্ধনা পর্বটি সম্পন্ন করেন। ব্যানারে লিখেন ‘৪২ তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তানদের সংবর্ধনা’। এ সংবর্ধনা গ্রহণ করতে যারা আসেন, তারা হচ্ছেন ডাঃ সুমাইয়া বিনতে কবির, ডাঃ রাজীব কুমার সাহা অন্তু, ডাঃ মোঃ নুরুননবী জুয়েল, ডাঃ মাহাদীয়ে বাশার, ডাঃ ফাহিম রায়হান শুভ, ডাঃ মাগফেরাতুন্নেছা ঊর্মি ও ডাঃ শান্ত সাহা। পৌর মেয়র এ সকল কৃতী চিকিৎসককে ফুল দিয়ে বরণ করাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
মেয়র লিপন হাজীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলায় বিভিন্ন স্থানের স্থায়ী বাসিন্দা এ সকল কৃতী চিকিৎসককে এমন সংবর্ধনা প্রদানের পূর্বে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়ে আসছেন। এসব সংবর্ধনায় তাঁর পৌর পরিষদের এতোটা ব্যয় হয় না যে, যার কারণে উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়। শুধুমাত্র সদিচ্ছায় তিনি এমন সংবর্ধনা আয়োজন করছেন, যাতে তাঁর এলাকার কৃতী শিক্ষার্থীরা প্রণোদনা পায় এবং এমন প্রণোদনা দেখে অন্যান্য শিক্ষার্থী ভালো ফলাফল করার প্রেরণা পায়।
আমরা লক্ষ্য করেছি, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন সব সময় চেষ্টা করেন বিভিন্ন কাজে ব্যতিক্রম মাত্রা যোগ করতে। তিনি এজন্যে অনেক ব্যয় করেন, এমনটি কিন্তু নয়। তাঁর কৌশলটা হচ্ছে ‘তেলও কম ভাজাও মচমচে’র মতো। অনেকেই তাঁর এ কৌশলকে ইতিবাচক ও সুফলদায়ক বলে মনে করেন। আমরাও সেটিই মনে করছি। আমরা উত্তরোত্তর এই মেয়রের সুনাম-সমৃদ্ধি প্রত্যাশ করছি।