মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

তাঁর জন্যে শুভ কামনা

তাঁর জন্যে শুভ কামনা
অনলাইন ডেস্ক

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রথম নারী হিসেবে নাসরিন জাহান চৌধুরী সেফালী তাঁর যাত্রা শুরু করেছেন। তিনি গত বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এর পূর্বে ভারপ্রাপ্ত হিসেবে যে দুজন দায়িত্ব পালন করেছিলেন, তাঁরাও ছিলেন নারী। এঁরা হচ্ছেন হাসিনা আক্তার ও কামরুন্নাহার কাজল। শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন (বর্তমানে মরহুম) এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে তৎকালীন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার উপ-নির্বাচন সম্পন্ন হয়ে নূতন চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুর শপথগ্রহণ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৬ মার্চ ২০২১ শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফরিদউল্যা চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করলে বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল গত বুধবার (১৩ অক্টোবর ২০২১) পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নাসরিন জাহান চৌধুরী সেফালী হচ্ছেন মরহুম ফরিদ উল্যা চৌধুরীর সহধর্মিণী। তিনি স্বামীর মৃত্যুতে করুণা স্বরূপ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন-এমনটি ভাবার অবকাশ নেই। কেননা নব্বইর দশকে তিনি জাতীয় সংসদে চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যাপক গণসংযোগ করেছেন এবং অনেক দৌড়ঝাঁপ দিয়েছেন। তিনি যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হিসেবে ভালো সংগঠক ও নেতৃত্বের গুণাবলি সম্পন্ন রাজনীতিক হিসেবে দলের মধ্যে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন অনেক আগেই। কেউ কেউ বলেন, তিনি শাহরাস্তি উপজেলায় তাঁর স্বামীর আগেই ব্যাপক পরিচিতি অর্জনে সক্ষম হন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ২ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে তফসিল ঘোষণা করে। সেমতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অনেকেই চেষ্টা চালান। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নাসরিন জাহান চৌধুরী সেফালী মনোনয়ন পান এবং সৌভাগ্যক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। ১৩ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তন্মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী হেলাল আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে বাকি একমাত্র প্রার্থী হিসেবে নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যাঁকে ৭ অক্টোবর ভোটগ্রহণ পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি।

শাহরাস্তি হচ্ছে চাঁদপুরের ৮টি উপজেলার মধ্যে যে তিনটি উপজেলা ছোট, তার অন্যতম। তবে ছোট তিনটির মধ্যে এ উপজেলাটি ইতিহাস-ঐতিহ্যে অনেক সমৃদ্ধ। এ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে নাসরিন জাহান চৌধুরী সেফালী তাঁর সাংগঠনিক দক্ষতায় নারীর সীমাবদ্ধতাকে কাটিয়ে সফলতার পরিচয় দেবেন বলে আমরা আশাবাদী। আমরা তাঁর জন্যে নিরন্তর শুভ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়