মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০

মনে রাখার মতো বদান্যতা

মনে রাখার মতো বদান্যতা
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ পৌরসভার কোনো নিয়মিত বা স্থায়ী কর্মচারী ছিলেন না মোঃ হাতেম আলী। পদটাও তার খুব ছোট্ট-অফিস সহায়ক। দৈনিক হাজিরার ভিত্তিতে তথা মাস্টার রোলে কর্মরত ছিলেন এক/দু বছর নয়, একাধারে ১৯ বছর। চলতি ২০২১ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। বেশ ক’বার চিকিৎসা নেন। কিন্তু পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারেন নি। তাই প্রতিদিন অফিসে আসাটা তার জন্যে কষ্টকর হয়ে পড়ে। এমতাবস্থায় স্বেচ্ছায় চাকুরি থেকে অবাহতি চান।

হাতেম আলীর এ অব্যাহতি মঞ্জুর হয়। দৈনিক হাজিরার কর্মচারী হিসেবে তিনি পৌরসভার মেয়রসহ অন্য সকলের সাথে দেখা করে বিদায় নিয়ে চলে যাবেন-এটাই ছিলো প্রত্যাশিত। কিন্তু না, অপ্রত্যাশিতভাবে হাতেম আলীর মতো ছোট্ট ও অনিয়মিত কর্মচারীর জন্যে ৫ অক্টোবর আয়োজন করা হলো আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা। তাও আবার গতানুগতিক নয়, অসাধারণ।

এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাতেম আলীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগদ অর্থ প্রদান করেন মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। শুধু তা-ই নয়, মেয়রের নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা দাঁড়িয়ে হাতেম আলীকে সম্মান জানান। তারপর তাকে জড়িয়ে ধরে পৌরসভার কার্যালয় থেকে সম্মুখস্থ সড়ক পর্যন্ত এগিয়ে দেন মেয়র স্বয়ং। অসাধারণ সংবর্ধনার জবাবে হাতেম আলী বলেন, অসুস্থতার কারণে চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। চিকিৎসার জন্যে মেয়র স্যার আর্থিক সহযোগিতা ও মানসিকভাবে অনেক সাহস দিয়েছেন। সর্বশেষ বিদায়বেলায় স্যার যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, আমি স্যারের কাছে ঋণী হয়ে গেলাম। এ সময় আবেগজড়িত কান্নায় তিনি তার সুস্থতার জন্যে সকলের কাছে দোয়া চান।

ক্ষমতাবান ও বিত্তবানরা সাধারণত বদান্যতা বা উদারতা দেখানোর মতো মানসিকতা লালন করেন না। যারা সেটা লালন করেন, তারা মনের অগোচরে অসাধারণ কাজটিই করে বসেন। যেমনটি করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। তিনি এ পৌরসভার নিয়মিত কর্মকর্তা (যেমন সচিব, নির্বাহী প্রকৌশলী, অর্থ কর্মকর্তা বা কোষাধ্যক্ষ) কারো বিদায় সংবর্ধনাকালে যদি বদান্যতা দেখাতেন, তাহলে সেটি মিডিয়া তথা গণমাধ্যমের সংবাদের উপজীব্য হতো না। তিনি অনিয়মিত ও অফিস সহায়কের মতো ছোট্ট কর্মচারী হাতেম আলীর স্বেচ্ছায় অব্যাহতিজনিত বিদায়ে যে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন, সেটা নিঃসন্দেহে অনেক বড় বদান্যতা, যা বিরলদৃষ্ট এবং বিশেষ সংবাদ হওয়ার মতো বিষয়। বুধবার চাঁদপুর কণ্ঠের ১ম পৃষ্ঠায় তিনটি শীর্ষ সংবাদের অন্যতম হিসেবে মেয়রের বদান্যতা বিষয়ক সংবাদটি ছাপা হয়েছে। এ সংবাদ দেখে পাঠকমাত্রই বিস্মিত হয়েছেন এবং মেয়রের বদান্যতাকে দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেছেন। আমরা এই মেয়রের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়