প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
২০০১ সালের এইদিনে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় ডাকাতিয়ার ঘূর্ণায়মান স্রোতে নৌ টার্মিনাল, রেল স্টেশন ও মাছঘাট এলাকা বিভিন্ন স্থাপনাসহ তলিয়ে যায়।
২০১২ সালের এইদিনে কচুয়ার আশ্রাফপুর গ্রামে স্কুল ছাত্রী কামরুন নাহার নিপুণ (১৪)কে বাল্যবিয়ের চেষ্টায় চাচা মোস্তফা কামালের ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও তার মা শাহিন বেগমকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
২০১৩ সালের এইদিনে চাঁদপুর শহরের জিটি রোড এলাকায় ৫ তলা বিল্ডিং-এর কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে একরামুল হক (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়।
২০১৪ সালের এইদিনে মতলবের চরমুকুন্দি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কিশোর রুহুল আমিন (১৯) দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
২০১৭ সালের এইদিনে হাজীগঞ্জের ধেররা তালুকদার বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় নুহা (২) নামের এক শিশু নিহত ও ৫ জন আহত হয়েছে।
২০১৮ সালের এইদিনে চাঁদপুর শহরে অবৈধ বিদ্যুৎ সংযোগ কাজে সহযোগিতা এবং বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে দেলোয়ার হাওলাদার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালত কুমিল্লা।
২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জের উত্তর কাছিয়াড়া গ্রামের আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।