প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০
জেলা শিল্পকলার নির্বাচনের দাবি বিবেচনা করা হোক

চাঁদপুরের ৩৬টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন দাবি করেছেন। এ সংক্রান্ত সংবাদটি গত শুক্রবার চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ব্যানার হেডিংয়ে ছাপা হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় ৩৬টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি প্রদান করা হয়। এটি গ্রহণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। স্মারকলিপিটি জেলা প্রশাসক মহোদয় সাদরে গ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরো উজ্জীবিত করতে ও শিল্পকলা একাডেমিকে জনসম্পৃক্ত করতে জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অন্তত দুযুগ আগে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন হয়েছিল। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবার পর এই একাডেমি চলছে এডহক কমিটি এবং জেলা কালচারাল অফিসার দ্বারা। এতে শিল্পকলার কাজ মারাত্মক ব্যাহত হবার কথা জানা না গেলেও সংস্কৃতি কর্মীরা তাদের যথাযথ প্রতিনিধিত্বের অভাব অনুভব করছেন। এই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা নির্বাচন চেয়েছেন। এতে সংস্কৃতি অঙ্গন চাঙ্গা হবে এবং জেলা শিল্পকলার কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিতদের দ্বারা আরো বেগবান হবে বলে তারা মনে করেন। এই মনে করাটা কতোটুকু যৌক্তিক সেটা যাচাই করার জন্যে দীর্ঘদিনের ব্যবধানে কাঙ্ক্ষিত নির্বাচন দেয়াটা বাঞ্ছনীয় বলে আমাদের অভিমত। আশা করি, জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে সরব রাখার মতো শীর্ষস্থানীয় সংগঠনসহ অন্য প্রায় সকল সংগঠন কর্তৃক উত্থাপিত দাবিকে বিবেচনা করে জেলা শিল্পকলার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবেন।