শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০

বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম প্রসঙ্গে

অনলাইন ডেস্ক
বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম প্রসঙ্গে

বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম অন্যদের জন্যে অনুকরণীয় হতে পারে। এই ইউনিয়নের প্রবাসী আওয়ামী লীগের রেমিটেন্স যোদ্ধারা নিজেদের ঘাম ঝরানো টাকা মানবিকতার পথে যেভাবে বিলিয়ে দেন তা আমাদের জন্যে শিক্ষণীয়। হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের অসুস্থ আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা সহায়তা প্রদানকালে এসব কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। অসুস্থ দেলোয়ার হোসেনের নিজ বসতঘরে অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি। বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ ফোরামের প্রধান সমন্বয়ক ও জেলা ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রাকিবের সার্বিক ব্যবস্থপনায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের যুগ্ম সমন্বয়ক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও কাতার প্রবাসী জসিম উদ্দিন হাওলাদার ইমন, বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান মুক্কু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন হাওলাদার, যুবলীগ নেতা বোরহান, অনিমেষ দাসসহ অন্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ ফোরাম করোনাকালীন প্রতিষ্ঠা লাভ করে। বাকিলা ইউনিয়নের বাসিন্দা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধা যারা আওয়াী লীগ ঘরানার সমর্থক তাদের কষ্টের টাকা সঞ্চয় করে একই ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও অসুস্থদেরকে সহায়তা করে থাকে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।

বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা ও সংশ্লিষ্টতায় পরিচালিত একটি সেবামূলক সংগঠন। এ সংগঠনটির নেতৃবৃন্দ একের পর এক মানবিক কাজ করে সকল মহলের সুনজর কাড়তে সক্ষম হয়েছেন। তারা ইতোমধ্যে যতোটুকু করে ফেলেছেন, ততোটুকুই অনুকরণীয় বলে বিবেচিত হয়েছে। কাজেই তাদের কাজ সম্পর্কে উপজেলা পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজীর মন্তব্য সঠিক বলেই আমরা মনে করি। বাকিলা ইউনিয়ন ছাড়াও হাজীগঞ্জ ও চাঁদপুর জেলার অন্যান্য ইউনিয়ন এবং দেশের অন্যান্য ইউনিয়নের বাসিন্দারাও প্রবাসে থাকেন। তাদের মধ্যে সামর্থ্যবানদের অনেকে এককভাবে কিংবা সম্মিলিতভাবে নিজ এলাকায় সেবামূলক কাজ করেন। কিন্তু বাকিলার প্রবাসীরা একটি সংগঠনের ব্যানারে যেটা করছেন, সেটা কম-বেশি ব্যতিক্রম। দলীয় পরিচয়কে গুরুত্ব দিলেও এ সংগঠনের নেতৃবৃন্দ সেবামূলক কাজে নির্দলীয় মানসিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যেটা প্রশংসনীয়। সেজন্যে ‘জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো’-এর সাথে মিল রেখে বলতে চাই, বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরামে’র পরিচয় যা-ই হোক, কর্ম হোক ভালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়