শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

তিনি অবশ্যই সেটা পারবেন

অনলাইন ডেস্ক
তিনি অবশ্যই সেটা পারবেন

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হবে। এ বিষয়ে কাজ চলছে। আর এ সড়কটি চার লেনে উন্নীত হলে হাজীগঞ্জ বাজার এলাকায় অনেক বহুতল ভবন ভাঙ্গা পড়বে। এজন্যে আমি বাইপাস সড়কের প্রতি জোর দিয়েছি। এতে বাজারের যানজটও মুক্ত হবে এবং ভবনগুলো ভাঙ্গা পড়বে না। গত বুধবার হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের (জেড-১৪২২) ১০ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। পৌরসভাধীন ১১নং ওয়ার্ডস্থ হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ১২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এ রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আরো বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বাইপাস সড়ক স্থাপনের জন্যে আমি কাজ করে যাচ্ছি। বিষয়টি নিয়ে বেশ ক’বছর আগে সার্ভে করা হয়েছে। ওই সার্ভে অনুযায়ী হাজীগঞ্জের বদরপুর হয়ে ওয়ারুক বাজার পর্যন্ত এলিভেটেডেট এক্সপ্রেসওয়ের আদলে বাইপাস সড়কটি করা হবে। এতে কম জমি নষ্ট হবে, আবার খরচও কম হবে। সড়কের নিচে কৃষি কাজও করা যাবে। তিনি আরো বলেন, বাইপাস সড়কের বিষয়ে আমি সংসদে কথা বলেছি এবং যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। শুধু হাজীগঞ্জ-শাহরাস্তির পাশাপাশি আমি সারাদেশের জন্যে কথা বলি। কারণ, আমি মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে। আর আমার কথাগুলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলে থাকি। তিনি আছেন বলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আমরাও আমাদের সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেন করা এবং হাজীগঞ্জ বাজারের বহুতল ভবন রক্ষায় ও ব্যয় সাশ্রয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের আদলে বাইপাস সড়ক করার ব্যাপারে 'বহু কাজের কাজী' বলে বিবেচিত স্থানীয় এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের বক্তব্য বিশ্বাসযোগ্য বলে মনে হয়। কারণ, তিনি যে উন্নয়নের ব্যাপারে নীরবে অনেক অগ্রগতি সাধন করে ফেলেন, সেটাই জনসমক্ষে বলেন এবং অবশেষে সেটা করে দেখান। শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর পাড়ে ওয়াকওয়ে তার প্রমাণ। সবচে' বড়ো কথা, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার হিসেবে তিনি সারাদেশে সর্বজনশ্রদ্ধেয় এবং সরকারের সকল মহলে তিনি অনেক গ্রহণযোগ্য। সে কারণে তিনি আশাব্যঞ্জক দক্ষতা ও সাফল্য দেখাতে সক্ষম হন অনেক কিছুতেই। আমরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার ব্যাপারে তাঁর বক্তব্যে ভীষণ আশাবাদী। আমাদের গভীর বিশ্বাস, তিনি অবশ্যই সেটা করে দেখাতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়