শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০

নীলাদ্রিতে যখন প্রধানমন্ত্রীর মুগ্ধতা!

অনলাইন ডেস্ক
নীলাদ্রিতে যখন প্রধানমন্ত্রীর মুগ্ধতা!

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরাণবাজার ২নং বালক সপ্রাবির চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রির আবৃত্তি শুনে মুগ্ধ এবং অশ্রুসিক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবেগাপ্লুত হয়ে চাঁদপুরের এই খুদে শিক্ষার্থীকে মমতায় বুকে জড়িয়ে ধরেন এবং তার কবিতা আবৃত্তির ভূয়সী প্রশংসা করেন। ২৭ জুন বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক (২০২৩) বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তি শাখায় (খ বিভাগে) শ্রেষ্ঠত্ব অর্জন করা সৌমিত্র সাহা নিলাদ্রি আমন্ত্রিত শিশু শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে সৌমিত্র সাহা নীলাদ্রির কণ্ঠে ‘আমি রাসেল বলছি’ কবিতাটির আবৃত্তি শুনে মুগ্ধ এবং আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অতিথিবৃন্দ। প্রথমিক স্কুল পর্যায়ে দেশসেরা খুদে এই আবৃত্তি শিল্পীর পরিবেশনা শেষ হলে তাকে অভিবাদন জানিয়ে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মঞ্চে উঠে খুদে আবৃত্তি শিল্পী সৌমিত্র সাহা নীলাদ্রিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন। সৌমিত্র সাহা নীলাদ্রির এই গৌরবময় কৃতিত্বের জন্যে তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি চাঁদপুর জেলা প্রশাসনও তাদের ফেসবুক পেজে তাকে অভিনন্দন জানিয়েছে। নীলাদ্রি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতু সাহা ও সুমন চন্দ্র সাহার প্রথম পুত্র।

আমরা চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে সৌমিত্র সাহা নীলাদ্রিকে অভিনন্দন জানাচ্ছি। তাকে আবৃত্তিকার হিসেবে গড়ে তোলার পেছনে যাঁদের প্রত্যক্ষ-পরোক্ষ অবদান, আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা মিশানো অনেক যত্ন-আদরে নীলাদ্রিকে তাঁরা যে গড়ে তুলেছেন, তাতে একবিন্দু সন্দেহের অবকাশ নেই। একজন খুদে নীলাদ্রিতে চাঁদপুর সম্মানিত হয়েছে অনেক গৌরবে ও মর্যাদায়। নীলাদ্রির মতো প্রতিভাকে টেকসই করার জন্যে তাকে স্থানীয়ভাবে দিতে হবে সম্ভাব্য সকল প্রণোদনা। আমরা আত্মশ্লাঘার সাথে উল্লেখ করতে চাই, গত ৮ জুন ২০২৪ শনিবার পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের যুগপূর্তি উৎসবে সরকারের সংস্কৃতি সচিব মহোদয়ের উপস্থিতিতে চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিতর্ক দলের প্রথম বক্তা হিসেবে সৌমিত্র সাহা নীলাদ্রিকে বিশেষ পুরস্কার ও সনদপত্রে ‘খুদে বিতার্কিক’ অভিধায় ভূষিত করা হয়েছে, যেটি জেলার অন্য কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর কখনো পায়নি। আমাদের বিশ্বাস, এবার বিতর্কে তার ব্যক্তিগত অর্জন হয়েছে, ভবিষ্যতে সে তার শাণিত কৃতিত্বে স্কুল দলকেই অনেক বড়ো অর্জন পাইয়ে দিবে। আবৃত্তি ও বিতর্কসহ আরো অনেক ক্ষেত্রে নীলাদ্রির জন্যে আমাদের নিরন্তর শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়