শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০

পুলিশ সুপারের ঘোষণা শতভাগ কার্যকর হোক

অনলাইন ডেস্ক
পুলিশ সুপারের ঘোষণা শতভাগ কার্যকর হোক

উঠতি বয়সীদের সাউন্ড সিস্টেম ও পিকআপ ভাড়া দেয়া হলেই ব্যবস্থা। এমন কথা বলেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি বলেন, ঈদকে ঘিরে কিশোর ও তরুণ যুবকরা রাস্তাঘাটে বিকট আওয়াজে শব্দ দূষণ করে। তাদের এ আচরণে জনসাধারণের কষ্ট হয়। উচ্চ আওয়াজে রোগী ও বয়স্কদের সমস্যাটা বেশি হয়। গত বছরের মতো এ বছরও উঠতি বয়সীদের কাছে সাউন্ড সিস্টেম ও পিকআপ ভ্যান ভাড়া দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে। সে সাথে নৌপথে এমনটি হলে নৌ পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

আমরা পুলিশ সুপারের প্রাগুক্ত ঘোষণাকে যথোপযুক্ত ও সময়োচিত বলে মনে করি। কেননা ঈদের দিনে ও পরপর ক'দিনে পিকআপে সাউন্ড সিস্টেম লাগিয়ে উদ্দাম তরুণ-কিশোররা বিকট আওয়াজে গান বাজিয়ে নেচেগেয়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উৎকট আনন্দ প্রকাশে এমন বেসামাল পরিস্থিতি সৃষ্টি করে, যা পরিবেশ বিনষ্টকারী আতঙ্কদায়ক বিষয়ে পরিণত হয়। এ বিষয়টি সকল স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সত্ত্বেও সমানভাবে গুরুত্ব দেন না। কেউ কঠোর ব্যবস্থাগ্রহণ করেন, আবার কেউ সজ্ঞানে এড়িয়ে যান। এমন বাস্তবতায় পুলিশ সুপার মহোদয়ের সাউন্ড সিস্টেম ও পিকআপ সংক্রান্ত ঘোষণা শতভাগ কার্যকর হলে আসন্ন ঈদুল আজহা ও পরবর্তী দিনগুলোকে শব্দ সন্ত্রাস থেকে রেহাই দেয়া সম্ভব হবে। খেয়াল রাখতে হবে, পুলিশের অসৎ কেউ কোনো কিছুর বিনিময়ে যাতে পুলিশ সুপারের ঘোষণাকে অকার্যকর করতে না পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়