প্রকাশ : ১০ জুন ২০২৪, ০০:০০
টিম ডাকাতিয়াকে অভিনন্দন

ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে আবাহনীকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডাকাতিয়া। আবাহনী ক্রীড়া চক্রের মতো দেশ-বিদেশে খ্যাতিমান পুরানো ক্রীড়া সংগঠনের চাঁদপুর শাখাকে হারিয়ে টিম ডাকাতিয়ার মতো আনকোরা ক্রীড়া সংগঠনের চমক জাগানো জয়লাভ অনেককেই বিস্মিত করেছে।
এ ব্যাপারে চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে চৌধুরী ইয়াসিন ইকরাম লিখেছেন, ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন হলো নবাগত দল টিম ডাকাতিয়া। ফাইনালে আবহানীকে ৩৪ রানে হারিয়ে প্রথম বিভাগ (প্রিমিয়ার ক্রিকেট) লীগের শিরোপা (২০২৩-২৪) ঘরে তুললো টিম ডাকাতিয়া দলটি। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ৮ জুন শনিবার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া সম্প্রতি সময়ের সবচেয়ে বড় হুমকি। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে এটা কম নয়। আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ক্লাব ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। আমাদের ক্লাবগুলো ঝিমিয়ে পড়ছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের আগামীর পরিকল্পনা মোতাবেক খেলাগুলো সম্পন্ন করা হবে।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে টিম ডাকাতিয়া নির্ধারিত ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে আবাহনী ক্রীড়া চক্র ৩৬ ওভারে ১০৭ রানে অলআউট হয়। ৩৪ রানে জয়লাভ করে টিম ডাকাতিয়া। ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন টিম ডাকাতিয়ার ফজলে রাব্বি। প্রিমিয়ার ক্রিকেট লীগে মোট ৮টি দল অংশ নিয়েছিলো। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন দল হিসেবে প্রথম বারের মতো অংশ নিয়েছিল টিম ডাকাতিয়া।
যে কোনো ক্রীড়া ইভেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে সাধারণত কেউ চূড়ান্ত পর্যায়ে জয়লাভ করে না। এর বিপরীতে টিম ডাকাতিয়া যে জয়লাভ করেছে, সেটা নিঃসন্দেহে অসাধারণ। এমন কৃতিত্বে টিম ডাকাতিয়ার খেলোয়াড়, কর্মকর্তাকে জানাতে হয় হার্দিক অভিনন্দন। আমরা অব্যাহত ক্রীড়াচর্চার মাধ্যমে চাঁদপুরের ক্রীড়াঙ্গনকে সরগরম রাখতে এ সংগঠনটিকে অনবদ্য অবদান রাখার অনুরোধ জানাই।