শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে এবার মরণ খেলায় মেতেছে চোরেরা

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে এবার মরণ খেলায় মেতেছে চোরেরা

গত মঙ্গলবার চাঁদপুর কণ্ঠের সংবাদ শিরোনাম হয়েছে 'ফরিদগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক'। সংবাদটিতে লিখা হয়েছে, ফরিদগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। সর্বশেষ এক রাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২৩টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। ২৬ মে রোববার রাতে উপজেলার বাঘড়া বাজার থেকে রায়পুরের বর্ডার বাজার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে স’মিল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে থ্রি ফেইজের এসব মিটার চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী স’মিল ব্যবসায়ী শফিকুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রাতে স’মিল বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার স’মিলের বৈদ্যুতিক মিটারটি নাই। আমি প্রশাসনের কাছে বিচার চাই। একই কথা জানিয়েছেন অপর এক ব্যবসায়ী ইমাম হোসেন। জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন হাজী বলেন, রোববার রাতে আমার নিজের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স’মিল থেকে ২৩টি মিটার চুরি হয়েছে। থ্রি ফেইজের মিটারগুলো ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের হয়ে থাকে। চুরির ঘটনায় স’মিল ব্যবসায়ীদের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। যারা এ চুরির সাথে জড়িত আমি চাই প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আমি থানার ওসি মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাটি দুুঃখজনক। এ উপজেলায় আগে কখনো এমন ভাবে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেনি। যারাই ঘটনাটি ঘটিয়েছে, আমি চাই সংশ্লিষ্ট প্রশাসন অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসুক। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির ঘটনা একসময় কমন ঘটনা ছিলো। বিদ্যুৎ খুঁটিতে উঠে ট্রান্সফর্মার ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জাম চুরিও করতো চোরেরাা। কয়েক জায়গায় এমন চুরি করতে গিয়ে বিদ্যুতের আগুনে জ্বলে-পুড়ে ছারখার হয় একের পর এক চোর। তারপর এমন চুরি অনেক কমে যায় সারাদেশে। এখন আবার চোরদের নূতনভাবে নজর পড়েছে দামী বৈদ্যুতিক মিটারের প্রতি। বৈদ্যুতিক কাজে দক্ষ চোরেরাই এ কাজটি করে ফরিদগঞ্জ ও সংলগ্ন এলাকায় এক রাতে কয়েক লাখ টাকার মিটার হস্তগত করেছে। তাদের দেখাদেখি এমন চুরি করতে গিয়ে কম দক্ষ বা অদক্ষ চোরেরা যে মৃত্যুর কবলে পড়বে না সেটা হলফ করে বলার সুযোগ নেই। সে যাই হোক, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই চোরদের শনাক্তকরণে পুলিশ, পিআইবি ও র‌্যাবকে সফল হতেই হবে। অন্যথায় মিটার চুরির হিড়িকে স'মিল সহ অনুরূপ ক্ষুদ্র শিল্প হোঁচট খাবে এবং গ্রামীণ অর্থনীতিতে নূতন সঙ্কট সৃষ্টি করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়