শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০

এটা নির্ঘাত রেলওয়ের বিমাতাসুলভ আচরণ!

অনলাইন ডেস্ক
এটা নির্ঘাত রেলওয়ের বিমাতাসুলভ আচরণ!

চাঁদপুর কোর্ট স্টেশনের পূর্বে মজুমদার বাড়ি সংলগ্ন রেল ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার শিশু-কিশোর, নারী-পুরুষ যাতায়াত করে। এ ব্রিজের দুপাশের রাস্তা ভাঙ্গাচুরা আর খানাখন্দকে ভরা। ফলে এখান দিয়ে চলাচল করতে অবর্ণনীয় দুর্দশায় পড়তে হয়। শনিবার চাঁদপুর কণ্ঠের দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত একটি ছবির ক্যাপশন এটি।

চাঁদপুর কোর্ট স্টেশনটি চাঁদপুর শহরের একেবারে মূল প্রাণকেন্দ্রে অবস্থিত। এই স্টেশনটিতে চারদিক দিয়ে প্রবেশ করা যায়। যানজট এড়িয়ে পায়ে চলতে অভ্যস্ত লোকজন স্টেশনটির ওপর দিয়ে চলাচলে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে। স্টেশনটির পূর্বাংশের প্ল্যাটফর্ম অতিক্রম করে ছবিতে দৃশ্যমান রেল ব্রীজটি পারাপার হতে হয় পথচারীদের। কিন্তু প্ল্যাটফর্মের এই অংশে ইটগুলো ক্ষয়ে এতোটা এবড়োথেবড়ো হয়ে আছে যে, কোনো পথচারী বেখেয়াল হয়ে দ্রুত হাঁটতে গেলে কিংবা দৌড় দিলে তাকে পা মচকাতে ও ভাংতে হয়। অনেক বগির মেঘনা আন্তঃনগর ট্রেনের যে অংশ এই প্ল্যাটফর্মের অংশে পড়ে, যাত্রীরা যে কতোটা ঝুঁকি নিয়ে ওঠানামা করে সেটা প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ছাড়া অন্যদের অনুধাবন করা কঠিন।

রেল কর্তৃপক্ষ দারিদ্র্য তথা অর্থকষ্টে ভুগে চাঁদপুর কোর্ট স্টেশন প্ল্যাটফর্মের মেরামত করছে না--এমনটি ভাবার সুযোগ নেই যদি চাঁদপুর (বড়ো) স্টেশনে ইতোমধ্যে সম্পাদিত ও বর্তমানে চলমান উন্নয়ন কর্মকাণ্ড কেউ প্রত্যক্ষ করে থাকেন। আমাদের কাছে সেই উন্নয়ন দেখে চাঁদপুর কোর্ট স্টেশনকে দেখলে মনে হয়, রেল কর্তৃপক্ষ কতোটা বিমাতাসুলভ আচরণ করছে। বড়ো স্টেশনে এই মুহূর্তে জরুরি নয় এমন উন্নয়ন কাজে রেল কর্তৃপক্ষ লক্ষ-কোটি টাকা ব্যয় করে চলছে। অথচ ছবির রেল ব্রীজটি অতিক্রম এবং ট্রেনযাত্রীদের ওঠানামার সুবিধার্থে কোর্ট স্টেশন প্ল্যাটফর্মটির এবড়োথেবড়ো অংশ মেরামতে মাত্র কয়েক লক্ষ টাকা ব্যয় করছে না। চাঁদপুর জেলা সদরে অবস্থিত দুটি রেল স্টেশনে সমণ্ডউন্নয়নের দাবি তোলাটা কতোটা যৌক্তিক সেটা উত্থাপন না করে এটা বলতে পারি, রেল কর্তৃপক্ষ সত্যিই কোর্ট স্টেশনের প্রতি চরম উদাসীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়