শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে মাঝেমধ্যের অভিযান হয়ে যাক নিয়মিত

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জে মাঝেমধ্যের অভিযান হয়ে যাক নিয়মিত

মানুষ দাঁত ভালো থাকতে দাঁতের যত্ন না দেয়ার কারণে দন্তরোগের প্রাদুর্ভাব অনেক বেশি। সেজন্যে দাঁতের চিকিৎসা করেন এমন কাউকে খুঁজে পেলেই হলো, দন্তরোগে ভোগা মানুষ তার কাছে ছুটে যায় ভালো-মন্দ বিচার না করেই। মানুষের এমন প্রবণতায় দন্ত চিকিৎসার নামে সুদৃশ্য চেম্বার খুলে ও নানা আধুনিক উপকরণ নিয়ে কিছু হাতুড়ে চিকিৎসক ভুয়া বড়ো ডিগ্রি প্রদর্শন করে সেজে যায় নামীদামী চিকিৎসক। এমনটি দেশের সর্বত্র দেখা যায়, তবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় দেখা যায় একটু বেশি। সেজন্যে প্রায়শই হাজীগঞ্জ বাজারে দন্ত চিকিৎসালয় সীলগালা করা, ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা করার অভিযানটা গণমাধ্যমে পাঠক/ দর্শকের নজরে আসে বেশি। গেলো মঙ্গলবারও এমন একটি অভিযান হয়েছে।

এই অভিযানের বিষয়ে কামরুজ্জামান টুটুল চাঁদপুর কণ্ঠে লিখেছেন, হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ভুয়া এক দন্ত চিকিৎসককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে। সোমবার (১৩ মে) বিকেলে হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ শাহজাহান মেমোরিয়াল ট্রমা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের এক্স-রে রুম সিলগালা এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ও ডেন্টিস্ট শাহপরানের সনদ না থাকার পরও চিকিৎসাসেবা দেয়ার অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রউফসহ অন্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে নয়, অতীতে হাজীগঞ্জে দন্ত চিকিৎসকের পাশাপাশি ভুয়া ডিগ্রিধারী অন্য চিকিৎসকও ধরা পড়েছে। অবস্থাটা এমন, হাজীগঞ্জ বাজারে অস্বাভাবিক মানুষের ভিড়ে ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকরা নিজেদের অবস্থানকে নিশ্চয় নিরাপদ ভাবে। মাঝে মধ্যে বেরসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট আকস্মিক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু তারা সাজা-জরিমানা ভোগ করে যথা পূর্বং তথা পরং হয়ে যায়। সেজন্যে এই মাঝেমধ্যের অভিযানটাকে নিয়মিত করা যায় কিনা সেটা নিয়ে সংশ্লিষ্ট সকলের ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়