শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

জয়নাল আবেদীন মজুমদারকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
জয়নাল আবেদীন মজুমদারকে অভিনন্দন

দেশের রপ্তানি বাণিজ্যে (চামড়াজাত দ্রব্য) বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো জয়নাল আবেদীন মজুমদার (ব্যবস্থাপনা পরিচালক, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ)কে সিআইপি (রপ্তানি) ২০২২ হিসেবে ৭ম বারের মতো মনোনীত করেছে। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৪ বারসহ ৬ বার সিআইপি মনোনীত হয়েছিলেন। দেশের স্বনামধন্য এই ব্যবসায়ী চাঁদপুরের কৃতী সন্তান। তাঁর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। গত ৯ মে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জয়নাল আবেদীন মজুমদারকে সিআইপি (রপ্তানি) ২০২২ হিসেবে এই সম্মানীয় কার্ডটি হস্তান্তর করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে চামড়াজাত শিল্পের সাথে জড়িত রয়েছি, সফলতাও পেয়েছি। জীবনে এতোটুকু আসার পেছনে ছিলো নিজের একটা পরিকল্পিত স্বপ্ন এবং কঠিন পরিশ্রম। ব্যবসা-বাণিজ্যের প্রসার বা সাফল্য পেতে হলে আপনাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, দেশপ্রেম থাকতে হবে। শিক্ষা-প্রশিক্ষণ এসবকে প্রাধান্য দিতে হবে। দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ তথা উন্নত দেশে বাংলাদেশকে নিতে হলে আমাদের কথা কম বলে কাজ করতে হবে। আর এটি খুব সম্ভব, যদি আমরা সঠিকভাবে কাজ করি।

আমরা জয়নাল আবেদিন মজুমদারকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের জানা মতে, ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় বারবার রাষ্ট্র্রীয় সম্মানে ভূষিত হবার ক্ষেত্রে তিনি চাঁদপুর জেলার খ্যাতনামা ও অনুকরণীয় একজন ব্যক্তিত্ব। স্মার্ট বাংলাদেশ গঠনে তাঁর মতো স্মার্ট ব্যবসায়ী অনুপ্রেরণার অফুরন্ত উৎস। আমরা উত্তরোত্তর তাঁর ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করছি। তিনি স্বীকৃতি ও সম্মানের উজ্জ্বল প্রতিভাসে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হোন ঋদ্ধ ভাবমূর্তিতে--নিরন্তর এমন শুভ কামনা থাকলো তাঁর জন্যে। মহান সৃষ্টিকর্তা তাঁকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন--এই প্রার্থনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়