শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০

সুপারিতে কেমিক্যাল, আর পানে?

অনলাইন ডেস্ক
সুপারিতে কেমিক্যাল, আর পানে?

হাইমচরে সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে পাঁটজনকে আটক করার খবর পাঠিয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন রনি, যেটি মঙ্গলবার চাঁদপুর কণ্ঠে ছাপা হয়েছে। সংবাদটিতে লিখা হয়েছে, হাইমচর উপজেলায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে উপজেলা প্রশাসনের হাতে আটক হয়েছে ৫ জন। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে হাওলাদার বাজারে পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হয় এমন তথ্য পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাওলাদার বাজার এলাকায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হচ্ছে। তখন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করি এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি এলাকাবাসীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি। আটককৃত পাঁচজনকে মোবাইল কোর্টের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেনো আর এই কাজ না করে সেজন্যে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে যদি সুপারিতে কেমিক্যাল মেশানো এমন কাউকে পাওয়া যায় তখন তাকে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

আমাদের দেশে মাছ-মাংস, দুধ, সবজি, বিভিন্ন ফল, প্রাণ রক্ষাকারী ঔষধসহ বিভিন্ন সামগ্রীতে ভেজাল মেশানোর খবর আমরা প্রায়শই বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই। কিন্তু সুপারিতে ভেজাল মেশানোর খবর সচরাচর দেখতে পাই না। তবে কেমিক্যাল প্রয়োগে কাঁচা কলা পাকানো এবং সেজন্যে ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সংশ্লিষ্টদের দণ্ডিত হবার খবর প্রায়শই দেখতে পাই। এবার সুপারিতে কেমিক্যাল মেশানোর খবর পেয়ে বিস্মিত যেমন হয়েছি, তেমনি আতঙ্কিতও হয়েছি। কারণ, চায়ের মতো পান-সুপারি খাওয়ার মতো লোকের সংখ্যা অনেক বেশি। পানের সাথে ভেজাল সুপারি খেয়ে যদি মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়াহেতু অসুস্থতা বৃদ্ধি পায়, তাহলে সেটা কক্ষণো মঙ্গলজনক হবে না। আমাদের এখন সন্দেহ জাগছে মনে, অবশেষে পানেও আবার কেমিক্যাল বা অন্য কোনো ভেজাল মেশানোর প্রয়াস ধরা পড়ে কিনা। যদি ধরা পড়ে, তাহলে সেটা হবে অনেক দুর্ভাগ্যজনক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়