শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০

রাতভর ফ্রি স্টাইল মাটি পারাপার হবে কেন?

অনলাইন ডেস্ক
রাতভর ফ্রি স্টাইল মাটি পারাপার হবে কেন?

শাহরাস্তিতে কর্মরত চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ মোঃ মঈনুল ইসলাম কাজল লিখেছেন, শাহরাস্তি পৌর এলাকার পশ্চিম উপলতা কৃষি জমির মাঠ থেকে মাটি কেটে মেহের স্টেশন বাজার এলাকার ব্যবসায়ী খোরশেদ আলম অবৈধভাবে রেল সড়ক কেটে তার ওপর দিয়ে রাতভর সে মাটি পারাপার করছে। হেকীম সফিকুর রহমানের বাড়ির মাঝখান দিয়ে রাতভর চলাচল করছে মাটিবাহী ট্রাক। সন্ধ্যার পর থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভর কাটা হয় এই মাটি। শাহরাস্তি পৌর এলাকার ২নং ওয়ার্ডের হেকীম বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম জানান, পৌর কাউন্সিলরের কাছে বহুবার বলার পরও আমাদের বাড়ির রাস্তা করে দেননি। মাটি ব্যবসায়ী খোরশেদ আলম আমাদের বাড়ির রাস্তা করে দিবেন বলে তার মাটিবাহী ট্রাকগুলো বাড়ির মাঝখান দিয়ে চলাচল করছে। একই বাড়ির বিল্লাল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম জানান, অনেকদিন ধরেই বাড়ির মাঝখান দিয়ে মাটি পার করা হচ্ছে। মাঝে মাঝে পুলিশের কথা বলে কাজ বন্ধ থাকে, আবার দুদিন পরে মাটি পারাপার শুরু হয়। এদিকে রাতের আঁধারে রেল লাইনের ওপর দিয়ে মাটি পারাপার করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে মাটিবাহী ট্রাক চলাচলের কারণে হেকীম বাড়ির চলাচলের রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও বাড়িতে থাকা শিশুরা মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এদিকে কোনো প্রকার নিয়মণ্ডনীতির তোয়াক্কা না করে রেল সড়ক কেটে ট্রাক চলাচলের ব্যবস্থা করায় বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি করেছে। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এটাই সকলের প্রত্যাশা।

কৃষি জমির মাটি কাটার ব্যাপারে খোরশেদ আলমের যদি বৈধতা থাকে, তাহলে কারো কোনো কথা বলার সুযোগ নেই। কিন্তু তিনি সেটা রাতে কাটবেন কেন? তিনি রেল সড়ক কেটে তার ওপর দিয়ে ট্রাকযোগে মাটি পরিবহনের জন্যে কি রেল কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েছেন? যদি তার মাটি কাটা ও রেল সড়কের ওপর দিয়ে মাটি পারাপার বা পরিবহনের অনুমতিই থেকে থাকে, তাহলে তিনি সন্ধ্যা থেকে রাতের আঁধারে সে কাজটি করবেন কেন? নিশ্চয়ই এক্ষেত্রে কোনো কারণ রয়েছে। এই কারণ উদ্ঘাটনের কাজটি পৌর কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন দিনের বেলাই করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে পারে। তারপরও কাজ না হলে রাতের বেলা, ভোরবেলা যখনই মাটি কাটা ও ফ্রি স্টাইল পরিবহন চলবে, তখনই ব্যবস্থা নিতে সময়কে জয় করে জরুরি সেবাদানকারী পুলিশকে দিতে হবে নির্দেশ। কথা হলো, এমন নির্দেশ যাতে না হয় কিংবা হলেও সেটা ভোঁতা থাকে, সে ব্যাপারে যদি মাটি ব্যবসায়ী খোরশেদ আলম পারঙ্গমতা প্রদর্শনে গোপন কোনো সন্ধি কারো কারো সাথে করে থাকেন কিংবা করার পরিকল্পনায় থাকেন, তাহলে সেটা ভিন্ন কথা। এমতাবস্থায় ফ্রি স্টাইল মাটি কাটা, পারাপার বা পরিবহণ রাতে কেনো, দিনেও চলতে পারে। এতে বিস্মিত হবার কিছু থাকবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়