প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে একে একে নিভিছে দেউটি

হাজীগঞ্জ চাঁদপুর জেলার এক সমৃদ্ধ জনপদ। এখানে জন্মেছে জেলাব্যাপী ও দেশব্যাপী খ্যাতিমান অনেকেই। এঁরা সকলের কাছে ছিলেন দেউটি (মশাল/প্রদীপ) স্বরূপ। অকাল মৃত্যু ও বার্ধক্যে এঁরা নিভে যাচ্ছেন ক্রমশ। এঁদের কারো কর্মকীর্তি/ গৌরবগাথা মানুষের মুখে মুখে তথা কিংবদন্তীর ন্যায়। জীবদ্দশায় এঁরা ছিলেন আশার বাতিঘর, মৃত্যুর পরও এঁদের আদর্শিক চেতনার অনির্বাণ শিখা এঁদেরকে করেছে অমর। ১৯৭১ সালে চাঁদপুর ও সন্নিহিত অঞ্চলে পরিচালিত মুক্তিযুদ্ধের কিংবদন্তিতুল্য বীর সেনানী বিএম কলিম উল্লাহ ও জহিরুল হক পাঠানের মৃত্যুর কষ্টকর স্মৃতি মন থেকে মুছে যেতে না যেতেই জানা গেলো আরেকজন মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান রাজনীতিকের মৃত্যুর খবর।
‘জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম বিএসসি আর নেই’ শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে কামরুজ্জামান টুটুল লিখেছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বিএসসি (৮০) আর নেই। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মুন্সি বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া...রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ওই বাড়ির মৃত মোঃ হাবিব উল্যাহ্ মুন্সির ছেলে। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মাঠে জানাজাশেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশীদসহ সঙ্গীয় ফোর্স। এদিকে মোঃ নুরুল ইসলাম বিএসসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদসহ অন্যান্য জনপ্রতিনিধি। এছাড়াও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিনসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মোঃ নুরুল ইসলাম বিএসসি মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করেন। এছাড়া হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বৃহত্তর হাজীগঞ্জ ( শাহরাস্তিসহ) উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ব্যক্তি জীবনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি হাজীগঞ্জ রান্ধুনীমিড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
আমরা হাজীগঞ্জের প্রদীপসম ব্যক্তিত্বদের একে একে মৃত্যুর ঘটনায় যতোটা শোকাহত, তারচে' বেশি উদ্বিগ্ন। কেননা তাঁদের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ করার মতো ব্যক্তিত্বের যথেষ্ট অভাব অনুভব করছি। সদ্য প্রয়াত নুরুল ইসলাম বিএসসির মতো আরেকজন বহুমাত্রিক প্রবীণ মানুষের সন্ধান কি চট করে কেউ দিতে পারবে?