প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
এভাবে অন্যান্য সামর্থ্যবানের এগিয়ে আসা দরকার

ঈদুল ফিতরকে সামনে রেখে হাজীগঞ্জের কৃতী সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার-এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। তিনি পাওয়ার সেলের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ। প্রতিবছরের ন্যায় এবারও তিনি এই উপহার দিলেন। ২৯ মার্চ শুক্রবার বেলা ১১টায় হাজীগঞ্জ পূর্ব বাজারে এবং বেলা ১২টায় শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ঈদ উপহার বিতরণ করেন প্রকৌঃ মোহাম্মদ হোসাইন।
বিগত বছরগুলোতে প্রকৌঃ মোহাম্মদ হোসাইন এবং তাঁর মতো আরো অনেকের ঈদ উপহার বিতরণের মধ্যে অনেকে নির্বাচনী গন্ধ খুঁজলেও এবার সে গন্ধ খোঁজার সুযোগ নেই। এবার সামর্থ্যবানের ঈদ আনন্দ অসামর্থ্যবানের সাথে ভাগাভাগির নির্মল উদ্দেশ্যই কেবল খোঁজার ফুরসত নেয়া সংগত হবে বলে মনে করি। তারপরও যদি ব্যক্তির প্রদর্শনেচ্ছা নিয়ে নেতিবাচক কেউ কিছু ভাবতে চান, তাহলে বলবো, এমন প্রদর্শনেচ্ছায় মঙ্গল ছাড়া অমঙ্গল কিছু নেই। কথা হলো, ঈদ, পূজা উপলক্ষে তো সমাজের ভুরি ভুরি সামর্থ্যবান উপহার নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায় না। দাঁড়ায় হাতে গোণা ক’জন, যেটা পর্যাপ্ত নয়। বলা দরকার, প্রকৌঃ মোহাম্মদ হোসাইন এমন পেশাজীবী, যিনি অঢেল সামর্থ্যরে নন। তবে তার মানসিক সামর্থ্য তথা চিত্তের প্রসারতা অঢেল। বস্তুত এমনটিই প্রধানত দরকার সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্যে। আমরা ঈদ, পূজায় এমন চিত্তওয়ালা বিত্তবানদের তৎপরতা দেখতে চাই, উদ্দেশ্য তাদের গোপন/ প্রকাশ্য যাই হোক না কেন।