প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০
ফাইয়াজকে অভিনন্দন

বিদেশে বাংলাদেশের কোনো শিক্ষার্থী বা কর্মজীবীর কোনো পর্যায়ে নেতৃত্ব দিতে দেখলেই দেশবাসীর মনটা ভরে যায়। আর নেতৃত্বগুণসম্পন্ন মানুষটি যদি চাঁদপুরের হয়, তাহলে আত্মশ্লাঘায় আমরা আহ্লাদ অনুভব করি। এমন একটি অনুভবের খবরই আমরা গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হতে দেখলাম। সংবাদটি পাঠে ভীষণ তৃপ্ত হলাম।
‘মালয়েশিয়ায় বিয়ামের সভাপতি চাঁদপুরের ফাইয়াজ’ শিরোনামের সংবাদটিতে লিখা হয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের সংগঠন ‘বাংলাদেশি অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’-এর অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে। চাঁদপুরের এসএম ফাইয়াজ আলমকে সভাপতি ও তওফিকুর রহমান মাহফুজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত ১৬ মার্চ শনিবার মাহসা ইউনিভার্সিটির এম্পাথি অডিটোরিয়ামে এই কমিটি ঘোষণা করেন বিয়ামের সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মুঃ শামীম আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণদের প্রতি আমাদের দেশের অনেক প্রত্যাশা রয়েছে। বিশ্বাস করি, বিয়ামের এই অগ্রযাত্রা আমাদের প্রত্যাশা পূরণে অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ডক্টর তানশ্রি ইমান ফারসি, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সিনিয়র প্রভাষক ডক্টর আরজিলায়াতি মুহাম্মদ ইউনুস, মাহসা স্টুডেন্ট সেন্ট্রালের হেড মিস জেনিফার ফার্নান্ডেজ প্রমুখ।
আমরা চাঁদপুরের কৃতী সন্তান এসএম ফাইয়াজ আলমকে মালয়েশিয়ায় ‘বিয়াম’ নামক সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়ায় জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি হাইকমিশনারের কণ্ঠে উচ্চারিত প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলে বিশ্বাস রাখি। দেশের বাইরে একটি মানসম্পন্ন সংগঠনের নেতৃত্বে এসে সেটিকে স্বীয় যোগ্যতা-দক্ষতাবলে পরিচালিত করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং বিষয়। ফাইয়াজ আলম এই চ্যালেঞ্জ জয় করতে সক্ষম হোন, দেশের মুখ উজ্জ্বল করুন--আমরা অবশ্যই সেই দোয়া করছি।
আজকাল কিছু মানুষকে দেশে/বিদেশে সংগঠনের নামে ভুঁইফোঁড়-মানসিকতায় ভুগতে দেখা যায়। এরা শীর্ষ পদে অধিষ্ঠিত হয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধারের কৌশল অবলম্বন করে এবং মেয়াদোত্তীর্ণ সময়েও জোর করে কিংবা অনিয়মের মাধ্যমে ক্ষমতাসীন থাকার হীন প্রয়াস চালায়। এমনটি ফাইয়াজ আলমসহ অন্য কেউ আর না করুক--আমরা যদি এরূপ ভাবি, তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে বলে মনে করি না।