রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের আরো একটি সাফল্য

অনলাইন ডেস্ক
শাহরাস্তি প্রেসক্লাবের আরো একটি সাফল্য

জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা নিষ্ক্রিয়তাকে পায়ে ঠেলে নূতন নেতৃত্ব কীভাবে এগিয়ে যায়, সাম্প্রতিক সময়ে শাহরাস্তি প্রেসক্লাব তার অনন্য নমুনা। এই নেতৃত্ব গত পহেলা রমজান মঙ্গলবার যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ওইদিন দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পাঁচ শতক সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন করে। জমি রেজিস্ট্রি উপলক্ষে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বেলা বারোটায় চিতোষী বাজারে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন। তারপর সাব রেজিস্ট্রার ফরিদা আক্তার শাহরাস্তি প্রেসক্লাবের জমির রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন। এরপর প্রেসক্লাব নেতৃবৃন্দ চিতোষী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। নেতৃবৃন্দ এই দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব জমির মালিক হয়েছে প্রেসক্লাব। জমির রেজিস্ট্রি শেষে প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সকল দাতা সদস্য, রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রতিনিধিরা একটি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও অন্যান্য খাতের উন্নয়নে একটু সমর্থন, পরামর্শ, প্রণোদনা তথা কম/বেশি সহযোগিতা দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। যার প্রমাণ শাহরাস্তি প্রেসক্লাব। এ ক্লাবটির নেতৃত্ব পরিবর্তন সহ সামগ্রিক বিষয়ে স্থানীয় এমপি, দেশের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহযোগিতায় দিনের পর দিন ব্যাপক সক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে। অবশেষে নিজেদের অর্থায়নে জমি কিনে সেটা রেজিস্ট্রির কাজও সম্পন্ন করলো ক্লাবটির নূতন নেতৃত্ব। নিঃসন্দেহে এটি অনেক বড়ো সাফল্য। আমরা বিশ্বাস করি, বর্তমান নেতৃত্বের যে গতিশীলতা, তাতে এই ক্লাব অচিরেই আরো সাফল্য করায়ত্ত করবে এবং বাংলাদেশের উপজেলা পর্যায়ে মডেল প্রেসক্লাবে পরিণত হবে। এই প্রেসক্লাবের জন্যে আমাদের নিরন্তর শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়