শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা ক্রিকেট দলকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা ক্রিকেট দলকে অভিনন্দন

মৌলভীবাজারে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে শরীয়তপুরকে ৪৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা দল। এ সংক্রান্ত সংবাদে চাঁদপুর কণ্ঠের ক্রীড়া প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরাম লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ট্রায়াল-১ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শরীয়তপুর জেলা ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। ১০ মার্চ রোববার মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ম্যাচে অংশ নেয় শরীয়তপুর ও চাঁদপুর জেলা ক্রিকেট দল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। দলটি ৪৯ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ২৬৮ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আশরাফ ৯৩ ও তোফায়েল ৪০ রান করেন। শরীয়তপুর জেলা ক্রিকেট দল ২৬৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৭ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ২২৫ রান করেন। চাঁদপুর ৪৩ রানে জয়লাভ করে গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চাঁদপুর জেলা ক্রিকেট দলের আপাতত এটুকু অর্জনে আমরা জেলাবাসীর পক্ষে অভিনন্দন জানাতে কার্পণ্য করছি না। এতোটুকু অর্জনের পেছনে চাঁদপুরে একাধিক একাডেমিভিত্তিক ক্রিকেট শিক্ষা এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের সুফল অনুভব করছি। চাঁদপুরে একজন ক্রিকেটপাগল শামীম ফারুকী থেকে আরো অনেক ক্রিকেটপাগল তথা ক্রিকেটপ্রেমী তৈরি হওয়ায় এখানকার ক্রিকেটীয় সাফল্যের পরিমাণ দিনদিন বাড়ছে। এটা অবশ্যই ইতিবাচক ও সম্ভাবনাময় দিক। আমরা এই ইতিবাচকতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা ক্রীড়া সংস্থাকে মনোযোগী ও আন্তরিক হবার অনুরোধ জানাচ্ছি। কেবল অভিনন্দন জানিয়ে জেলা ক্রীড়া সংস্থা বসে থাকলে চলবে না, যে কোনো টুর্নামেন্টে জেলা ক্রিকেট দলের খেলার সামগ্রিক মানোন্নয়নে দৃশ্যমান করণীয় সম্পাদনে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে, যাতে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় সম্মানজনক বা সন্তোষজনক ফলাফল অর্জন করতে পারে। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চাঁদপুর জেলা ক্রিকেট দলটির জন্যে আমাদের নিরন্তর শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়