রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০

চরবাসী ও জেলেদের পাশে এভাবে আরো অনেককে চাই

অনলাইন ডেস্ক
চরবাসী ও জেলেদের পাশে এভাবে আরো অনেককে চাই

গতকাল চাঁদপুর কণ্ঠে ‘রাজরাজেশ্বরে ১২শ’ পরিবারকে প্রবাসী খোকন রাঢ়ীর ইফতার সামগ্রী বিতরণ' শিরোনামের সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী হাবিবুর রহমান খোকন রাঢ়ীর উদ্যোগে ১২শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মার্চ শনিবার সকাল ১১টা থেকে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন খোকন রাঢ়ীর বাড়ি থেকে এই ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হয়। এ উপলক্ষে হাবিবুর রহমান খোকন রাঢ়ী পরিবার-পরিজন ও এলাকাবাসীর জন্যে দোয়া চেয়ে মিলাদের আয়োজন করেন। হাবিবুর রহমান খোকন রাঢ়ী চাঁদপুর জেলা প্রবাসী-কল্যাণ সমিতি জেদ্দা শাখার সভাপতি। প্রতি বছর তার এমন মানবিক কাজের জন্যে ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষ তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং দোয়া জানান।

গত ক’বছর ধরেই মার্চ-এপ্রিল পদ্মা, মেঘনা সহ নির্দিষ্ট অন্যান্য কিছু নদীতে জাটকা ইলিশ রক্ষায় অভয়াশ্রম চলাকালে পবিত্র রমজান ও ঈদুল ফিতর পড়ছে। এতে অভয়াশ্রম সংশ্লিষ্ট চাঁদপুরের অর্ধ লক্ষাধিক বেকার জেলেসহ অন্যান্য স্থানের জেলে মিলিয়ে কয়েক লক্ষ জেলে রোজা-ঈদ পালনে অনেক কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হয়। সরকারের দেয়া সামান্য চালে চলে না তাদের সংসার। এমতাবস্থায় রাজরাজেশ্বরের হাবিবুর রহমান খোকন রাঢ়ীর মতো বিত্তবান চিত্তবান প্রবাসীর ন্যায় আরো সামর্থ্যবান অনেককে ইফতার/ঈদ সামগ্রী নিয়ে চরবাসী ও জেলেদের পাশে দাঁড়ানো দরকার। সরকারের পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী নিয়ে এভাবে দাঁড়ানোর বিষয়টি ভাবা যায়, তবে সেটি যে আপাতত সুদূরপরাহত তা বলার প্রয়োজন পড়ে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়