প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০
এসব কি অগ্নিকাণ্ড, না নাশকতা?

সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বড়ো ধরনের অগ্নিকাণ্ডের খবর যেমন পাওয়া যাচ্ছে, তেমনি ছোটখাট অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে চলছে। এর মধ্যে কিছু অগ্নিকাণ্ডকে স্বাভাবিক মনে হলেও কিছু অগ্নিকাণ্ডকে কম-বেশি অস্বাভাবিক মনে হচ্ছে। কোনো কোনোটিকে রহস্যজনক বা নাশকতামূলক মনে হচ্ছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তসাপেক্ষে কার্যকর ব্যবস্থাগ্রহণের প্রয়োজনীয়তাকে কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে অতি সম্প্রতি যেসব অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সেগুলো নিয়ে চাঁদপুর কণ্ঠসহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনাম হয়েছে এমন : রহস্যজনক আগুন ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, ২৪ ঘণ্টায় রহস্যজনক অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং ঘটনাস্থল : ফরিদগঞ্জের বিরামপুর বাজার : ৪৮ ঘণ্টায় ৬ অগ্নিকাণ্ড। এর মধ্যে শেষের সংবাদটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে : ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজারে ৪৮ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজার ব্যবসায়ী ও এলাকার লোকজনের মাঝে। বাজার ব্যবসায়ীরা দ্রুত সভা করে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করেছেন। চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে অবস্থিত বিরামপুর বাজারে ও আশপাশের বাড়িতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড সম্পর্কে স্থানীয়রা জানান, ৪ মার্চ সোমবার, ৩ মার্চ রোববার এবং ২ মার্চ শনিবার রাতে বিরামপুর বাজারের লোকমান পাটওয়ারীর বৈশাখী রেস্টুরেন্ট, বাচ্চু মিয়া তপাদারের পোল্ট্রি খামার ও দোকান, মোঃ সবুজের সুমাইয়া ইলেকট্রনিক্স এবং চন্দনের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ৪ মার্চ সোমবার ওই বাজারের আশপাশের দুটি বাড়ির খড়ের গাদায় ও লাকড়ির ঘরে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর পর একই এলাকার (রবি) মোবাইল টাওয়ারের বিল্ডিংয়ের কলাপসিবল গেটের ভেতরে থাকা বাচ্চু বাবুর্চির একটি বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, আমার কাছে গত ৩-৪ দিনে অন্তত ১০টি অগ্নিসংযোগের ঘটনার সংবাদ রয়েছে। যখনই সংবাদ পেয়েছি দ্রুততার সাথে অফিসার পাঠিয়ে ঘটনাস্থলে তদন্ত করেছি। কিন্তু এ পর্যন্ত একটিও লিখিত অভিযোগ করেনি কেউ। লিখিত অভিযোগ পেলে কার্যকর পদক্ষেপ নেবো।
ধরুন, লিখিত অভিযোগ কেউ করলো না। তাই বলে কি ফরিদগঞ্জ থানা কর্তৃপক্ষ বিরামপুর বাজারের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও আশেপাশে সংঘটিত অগ্নিকাণ্ডে কার্যকর ব্যবস্থাগ্রহণের বিষয়টি এড়িয়ে যেতে পারলেও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন রূপসা দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সংঘটিত সুস্পষ্ট রহস্যজনক অগ্নিকাণ্ডে কার্যকর ব্যবস্থাগ্রহণ এড়াবে? এক্ষেত্রে থানা পুলিশ কেবলই নিস্পৃহ থাকবে? এ বিষয়ে প্রচলিত আইন বা কমনসেন্স কি পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করার বিষয় সমর্থন করে না?