বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০

এটা হাজীগঞ্জ থানা পুলিশের আশাব্যঞ্জক সাফল্য

অনলাইন ডেস্ক
এটা হাজীগঞ্জ থানা পুলিশের আশাব্যঞ্জক সাফল্য

সাম্প্রতিক সময়ে থানা পুলিশের সাফল্য অতীতের সকল সময়ের চেয়ে বেশি। থানা পুলিশের সাথে এখন এলিট ফোর্স র‌্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রত্যক্ষ-পরোক্ষ প্রতিযোগিতা চলে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে এই প্রতিযোগিতা দিনের পর দিন বাড়ছে। পুলিশের ইউনিট সংখ্যা বাড়ানোর কারণে থানা পুলিশের গতিশীলতা পূর্বের চেয়ে যেমন বেড়েছে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। এটা নিঃসন্দেহে স্বস্তির বিষয়। চাঁদপুরে বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম যোগদানের পর প্রতিটি থানা পুলিশের কার্যক্রম অনেক বেগবান। প্রায় প্রতিটি বড়ো ধরনের অপরাধের রহস্য উদ্ঘাটনে প্রতিটি থানা পুলিশ সাফল্যের পরিচয় দিয়ে চলছে। এখন থানাগুলোর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে- অপরাধ সংঘটিত হবার পর কে কতোটা কম সময়ের মধ্যে সাড়া দেবে এবং সাফল্য আহরণ করবে। এমন একটি প্রমাণ মিললো হাজীগঞ্জ থানা পুলিশের গত বৃহস্পতিবারের তৎপরতায়। যেটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

চাঁদপুর কণ্ঠে শুক্রবার 'হাজীগঞ্জে অপহরণের ৪ ঘণ্টার মধ্যে কিশোরী শিক্ষার্থী উদ্ধার' শীর্ষক সংবাদে কামরুজ্জামান টুটুল লিখেছেন, ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হাজীগঞ্জে অপহরণের ঘটনাটি ঘটলেও একইদিন রাত প্রায় ৮টার দিকে চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর এলাকা থেকে কিশোরীটিকে উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। কিশোরীটি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তাকে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের ধোপা বাড়ি ও মজুমদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায় সাব্বির (২৩) ও রনি (২১) নামে মহামায়া এলাকার দুযুবক। এই অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খুরশীদ আলমসহ সঙ্গীয় ফোর্স। পরে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশীদের সার্বিক দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় কিশোরীটিকে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মূল অপহরণকারী সাব্বিরকেও আটক করে পুলিশ। অপহরণের সাথে সংশ্লিষ্ট অন্য অপহরণকারীকে আটকের অভিযান ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুযায়ী যথাযথ ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এক কিশোরী ছাত্রী অপহরণের চার ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার ও মূল অপহরণকারীকে গ্রেফতার করতে পারাটা হাজীগঞ্জ থানা পুলিশের অনেক বড়ো সাফল্য। এটা শুধু প্রশংসনীয়, ধন্যবাদার্হ নয়, অনেক আশাব্যঞ্জক ও স্বস্তিদায়ক। কিশোরীটি খুব ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারের সদস্য না হওয়া সত্ত্বেও তাকে উদ্ধারে পুলিশ নির্মোহভাবে যেটি করেছে, সেটি সাধারণ মানুষকে মূল্যায়নে পুলিশের পক্ষ থেকে বিরাট ঔদার্যের পরিচায়ক এবং মানবাধিকার সুরক্ষায় আনুকূল্য প্রদর্শনের ইঙ্গিতবাহী। আমরা প্রতিটি থানা পুলিশের কাছ থেকে এমনটিই সবসময় প্রত্যাশা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়