রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরের পুলিশ সুপারকে হার্দিক অভিনন্দন

অনলাইন ডেস্ক
চাঁদপুরের পুলিশ সুপারকে হার্দিক অভিনন্দন

তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় পুলিশ পদক পেয়েছেন চাঁদপুরে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদে লিখা হয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো পুলিশ পদক পেলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনন্য পেশাদারিত্ব প্রদর্শনের জন্যে এবারও পিপিএম (সেবা) পদক লাভ করেন তিনি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমকে তৃতীয়বারের মতো গৌরবময় রাষ্ট্রীয় পুলিশ পদক ‘পিপিএমণ্ডসেবা’ প্রদান করা হয়। ২০২৩ সালে ভোলা ও চাঁদপুর জেলায় সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন শাখায় দৃশ্যমান অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধীকে আইনের আওতায় আনা, গণমুখী পুলিশি সেবা নিশ্চিত করাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএমণ্ডসেবা)’-এ ভূষিত হয়েছেন তিনি। তিনি পুলিশ বিভাগে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ইতিপূর্বে ২০১২ সালে ‘পিপিএমণ্ডসেবা’ এবং ২০১৯ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুলিশ পদক ‘বিপিএম’ লাভ করেন।

আমরা চাঁদপুরের সুদক্ষ সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পুলিশ মেডেল-পিপিএম ( রাষ্ট্র্রপতি পুলিশ মেডেল) প্রাপ্তিতে তাঁকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। তিনি যে একজন মেধাবী পুলিশ কর্মকর্তা সেটি চাঁদপুরে তাঁর যোগদানের অব্যবহৃত পর থেকে তাঁর কার্যক্রমে সুধী-সচেতন-পর্যবেক্ষক মানুষমাত্রই টের পেয়েছে। এখনতো সর্বস্তরের মানুষই অনুধাবন করছে। একজন করিৎকর্মা পুলিশ সুপার হিসেবে তাঁর পরিচিতি শুধু চাঁদপুরে নয়, তাঁর পূর্ববর্তী অন্যান্য কর্মস্থলেও সুনামের সাথে ছড়িয়ে আছে। আমরা কর্মজীবনে তাঁর উত্তরোত্তর ধারাবাহিক সাফল্য ও যথাযথ পদোন্নতি কামনা করছি। তিনি একদিন পুলিশের সর্বোচ্চ পদে আসীন হোন, পুলিশের ভাবমূর্তিকে করুন অনেক উজ্জ্বল--তাঁর জন্যে নিরন্তর এই শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়