রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ছোট সংগঠন, নিয়মিত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
ছোট সংগঠন, নিয়মিত কমিটি গঠন

শত শত হাজার হাজার সদস্য সম্বলিত এবং প্রয়োজনীয় অবকাঠামোসহ নানান সুবিধাওয়ালা সংগঠন হলেই সেটি ভালো সংগঠন-এমনটি ঢালাওভাবে বলা যায় না। যে সংগঠনের মধ্যে স্বীয় গঠনতন্ত্রের আলোকে সকল কার্যক্রম পরিচালিত হয়, সেটিই ভালো সংগঠন। যেমন : যথানিয়মে সদস্য অন্তর্ভুক্তি, নবায়ন, যথাসময়ে নির্বাচন ও কমিটি গঠন, স্বচ্ছতার সাথে হিসাব উপস্থাপন, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠুভাবে নানা কাজ সম্পাদন ইত্যাদি। কিন্তু অনেক বড়ো সংগঠনেও চলে না গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম। একবার কেউ কোনো সংগঠনের শীর্ষ কোনো পদে আসীন হতে পারলেই হলো, মেয়াদোত্তীর্ণ হলেও স্বাভাবিক প্রক্রিয়ায় পদ ছাড়তে চায় না, আর স্বচ্ছতার সাথে আয়-ব্যয়ের হিসাব দিতে চায় না। এই অনিয়ম নিয়েই প্রধানত অধিকাংশ সংগঠনে ঘটে দ্বিধাবিভক্তি এবং হয় কাদা ছোড়াছুড়ি। আজকাল তো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে যায় কাদা ছোড়াছুড়ির প্রধান অবলম্বন। এর বাইরে গণমাধ্যম তো রয়েছেই।

এমন বাস্তবতার মধ্যেই চাঁদপুর জেলায় চাঁদপুর প্রেসক্লাব একটি মডেল। বিশাল অবকাঠামোর এই সংগঠনটি কার্যত ছোট সংগঠন। কিন্তু এর বার্ষিক কমিটি গঠন এবং অডিটসহ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অন্যান্য কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক। এ সংগঠনটির ভ্রাতৃপ্রতিম সংগঠন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখাও তদ্রূপ।

জেলা সদরের বাইরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রেসক্লাব অনেক ছোট সংগঠন হলেও চাঁদপুর প্রেসক্লাবের মতোই বার্ষিক নিয়মিত কমিটি গঠনসহ অন্যান্য কাজে স্বচ্ছ। গত ২০ ফেব্রুয়ারি আহূত সাধারণ সভায় এই প্রেসক্লাবের ২০২৪ সালের সভাপদি পদে এম. রেজোয়ান বাদল ও সাধারণ সম্পাদক পদে মিঞা মোহাম্মদ মামুনকে নির্বাচিত করা হয়েছে, যারা ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

আমরা নারায়ণপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে অভিনন্দন জানাই। চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ে যে সকল প্রেসক্লাব দ্বিধাবিভক্ত আছে কিংবা কমিটি না থাকায় নিষ্ক্রিয় আছে, সে সকল প্রেসক্লাবসহ এ জাতীয় ছোট-বড় অরাজনৈতিক সংগঠনকে গঠনতন্ত্রের আলোকে নিজেদের কার্যক্রম পরিচালনায় মনোযোগী হবার অনুরোধ জানাই। এক্ষেত্রে চাঁদপুর প্রেসক্লাবসহ ভ্রাতৃপ্রতিম দুটি সংগঠন ও নারায়ণপুর প্রেসক্লাব হোক মডেল-এটাই আমাদের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়