শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সড়ক ওয়ানওয়ে করায় ধন্যবাদ, তবে-

অনলাইন ডেস্ক
সড়ক ওয়ানওয়ে করায় ধন্যবাদ, তবে-

গতকাল চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘চাঁদপুর প্রেসক্লাব সড়ক ওয়ানওয়ে’ শিরোনামের সংবাদটি পড়ে কিঞ্চিত ভালো লাগলো। সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুর শহরের ওয়ান মিনিট মোড় এলাকার যানজট নিরসনে প্রেসক্লাব সড়ক ওয়ানওয়ে করেছে জেলা ট্রাফিক বিভাগ। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ওয়ানওয়ে রোড বাস্তবায়নের এ পদক্ষেপ গ্রহণ করেন। চাঁদপুর শহরের ওয়ান মিনিট, শপথ চত্বর, পালবাজার এলাকার যানজট কমানোর লক্ষ্যে ওয়ান মিনিটের সামনে দিয়ে চাঁদপুর প্রেসক্লাবের দিকে যাওয়ার রাস্তাটি পুলিশ সুপার ও মেয়রের নির্দেশক্রমে একমুখী করা হয়েছে। ওয়ান মিনিট দিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়া যাবে কিন্তু প্রেসক্লাবের সামনে থেকে ওয়ান মিনিটের দিকে আসা যাবে না। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। শহরের যানজট নিরসনে ওয়ানওয়ে রোড ব্যবহারে সকলের সহযোগিতা কামনা করছে স্থানীয় ট্রাফিক বিভাগ।

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রের যানজট নিরসনে কালীবাড়ি মোড়ের ওয়ান মিনিট থেকে প্রেসক্লাব অভিমুখী সড়কটি ওয়ানওয়ে করার উদ্যোগটি ধন্যবাদার্হ। কিন্তু এ সামান্য ‘দাওয়াই’তে চাঁদপুর শহরের যানজট নামক কঠিন রোগটির পূর্ণ চিকিৎসা হবে বলে আমরা মনে করি না। কালীবাড়ি মোড় থেকে পশ্চিম দিকে চৌধুরী মসজিদ পর্যন্ত মিজান চৌধুরী সড়কের দুপাশে এবং শপথ চত্বর থেকে পূর্ব দিকে এসবি খাল পর্যন্ত রেলওয়ে হকার্স মার্কেট সম্মুখস্থ ফুটপাত লাগোয়া শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দক্ষিণ পাশে ভ্রাম্যমাণ হকার (ভ্যান গাড়িতে মালামাল বিক্রেতা) স্থায়ীভাবে উচ্ছেদ করতে না পারলে চাঁদপুর শহরের যানজট পুরোপুরি লাঘব হবে না। এছাড়া ট্রাফিক পুলিশের সঙ্কট নিরসন করতে না পারলে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কেন, গুরুত্বপূর্ণ আরো অনেক স্থান থেকে কার্যকরভাবে যানজট নিরসন করা সম্ভব হবে না। আর অটোবাইকের সংখ্যা হ্রাস, যত্রতত্র থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করতে না পারলেও যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে পর্যবেক্ষকরা মনে করেন না। উপরোল্লিখিত বিষয়সমূহ মাথায় রেখে চাঁদপুর শহরকে যানজটমুক্তকরণে সমন্বিত ব্যবস্থাগ্রহণ না করলে চাঁদপুর শহর রাজধানীর কোনো কোনো এলাকার ন্যায় যানজট-বৈকল্যে আক্রান্ত হবে-এটা আশঙ্কা করা দোষের হবে বলে মনে করি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়