রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

কর্তৃপক্ষের এই নীরবতা কি অর্থপূর্ণ নয়?

অনলাইন ডেস্ক
কর্তৃপক্ষের এই নীরবতা কি অর্থপূর্ণ নয়?

‘লোহাগড়ে সরকারি ২০ একর সম্পত্তি দখল করে মাছ চাষ ॥ কর্তৃপক্ষ নীরব’ শিরোনামে অতি সম্প্রতি চাঁদপুর কণ্ঠে পরিবেশিত এক সংবাদে সোহাঈদ খান জিয়া লিখেছেন, ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চর লোহাগড়ে সরকারি সম্পত্তি দখল করে মাছ চাষাবাদ করা হচ্ছে। দীর্ঘ বছর ধরে এমনটি চললেও সরকারের পক্ষে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। জানা যায়, ১নং চর লোহাগড় ঝিলে প্রায় ২০ একর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি দখল করে প্রভাবশালী মহল মাছ চাষাবাদ করে আসছে। পূর্বে এসব খাস সম্পত্তিতে ধান চাষাবাদ করা হলেও বর্তমানে প্রভাবশালী ঝিল ব্যবসায়ীরা দখল করে রেখেছে। এরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাছ চাষাবাদ করে নিজেদের ভোগদখলে রাখলেও প্রশাসন সম্পত্তি রক্ষার্থে এগিয়ে আসতে দেখা যায় না। একটি সূত্র জানায়, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঝিল ব্যবসায়ীরা জোরপূর্বক সরকারি সম্পত্তিতে মাছ চাষাবাদ করে ভোগদখল করে আসছে। এদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায় না। সরকারি সম্পত্তি রক্ষার্থে প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে বলে সচেতন মহল আশাবাদী।

আমরা ফরিদগঞ্জের লোহাগড়ে ২০ একর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি দখল করে প্রভাবশালীদের মাছচাষের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতাকে সাধারণ বিষয় ভাবতে পারি না। এটা যে স্বার্থসংশ্লিষ্ট নীরবতা সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আমাদের ভূমি প্রশাসনে কর্মরতদের একটা অংশ মাঠ পর্যায়ে থেকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো কারো নেক নজরে এসে তাদের প্রত্যক্ষ/পরোক্ষ সহযোগিতায়/ মৌনতায় সরকারি সম্পত্তির অবৈধ দখলদারদের বিরুদ্ধে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ কোনো ব্যবস্থা না নিয়ে নীরবতা পালন করেন। যদিও দখলদারদের প্রভাবশালী বলা হয় গা বাঁচাতে, কথা হলো তারা কি আদৌ সরকারি কঠোর কোনো ব্যবস্থাকে ঠেকিয়ে দেয়ার মতো শক্তিশালী?--মোটেও নয়। ওদের অবৈধ গোপন লেনদেন কঠোর ব্যবস্থাগ্রহণকে নানা অজুহাত ও ছলছুতোয় ভোঁতা করে দেয়। এটি নিয়ে শেষ পর্যন্ত ভাববে কি ভূমি মন্ত্রণালয়, না খোদ সরকার প্রধান?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়