রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

দুটি থানা-পুলিশের উল্লেখযোগ্য সাফল্য

অনলাইন ডেস্ক
দুটি থানা-পুলিশের উল্লেখযোগ্য সাফল্য

গতকাল চাঁদপুর কণ্ঠে শাহরাস্তি ও ফরিদগঞ্জ থানা পুলিশের দুটি উল্লেখযোগ্য সাফল্যের খবর ছাপা হয়েছে। ‘হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহরাস্তির মাদক সম্রাট সিস্টেম খোকন গ্রেফতার’ শিরোনামের সংবাদটিতে মোঃ মঈনুল ইসলাম কাজল লিখেছেন, বহু মামলার আসামি, মাদক সম্রাট, শাহরাস্তি উপজেলার আলোড়ন সৃষ্টিকারী মোঃ ফারুক ওরফে সিস্টেম খোকন এবার হত্যা ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থেকে অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জনি কান্তি দে ও কিশোর বড়ুয়া অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সিস্টেম খোকন শাহরাস্তি উপজেলার মাদক সম্রাট নামে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ পর্যন্ত বহুবার তাকে মাদকসহ আটক করা হয়েছে। শাহরাস্তি থানা পুলিশ ক’বছর পূর্বে আটক করতে গেলে খোকন পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুটি ভবনের মাঝখানের ফাঁকে আটকা পড়ে। প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা সে সময় তাকে উদ্ধার করে। এ ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। বারবার পুলিশের হাতে আটক হলেও তাকে মাদক ব্যবসা থেকে ফেরানো যায়নি। জেল থেকে মুক্তি পেয়েই মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে খোকন। শাহরাস্তি পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উপলতা গ্রামের কাজী বাড়ির আঃ হকের ছেলে সিস্টেম খোকন। পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থানায় ১৯৯৯ সালে তার বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের হয়। সে মামলার রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার রায়ের পর সে পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সিস্টেম খোকনকে আটকের মাধ্যমে শাহরাস্তি থানা পুলিশের উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে।

‘বিশ বছর পালিয়েও রক্ষা পেলেন না সিরাজ গাজী’ শিরোনামের সংবাদে প্রবীর চক্রবর্তী লিখেছেন, ৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ বিশ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না মোঃ সিরাজ গাজী (৫৫) নামের এক ব্যক্তি। বেরসিক পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। অন্যদিকে একইভাবে ৩ বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়লো কাদির পাটওয়ারী (৩৫) নামে আরেক অভিযুক্ত। ৯ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, মোঃ সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/২০০০ মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি। গ্রেফতারকৃত অপর আসামী কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি জিআর-৪১২/১১ মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ৬ বছর পলাতক ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের পর ১০ ফেব্রুয়ারি শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা তিনজন আসামিকে গ্রেফতার করতে পারাটা শাহরাস্তি ও ফরিদগঞ্জ থানা পুলিশের অনেক বড়ো সাফল্য। সিস্টেম খোকনকে গ্রেফতারের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলায় মাদকের দাপট যে কমবে, তাতে কোনো সন্দেহ নেই। অতীতে তাকে মাদকের কারণে পুলিশ বহুবার গ্রেফতার করলেও সে বারবার ছাড়া পেয়ে মাদকেই জড়িয়েছে। তখন পুলিশ ও আদালতের কাছে তার যাবজ্জীবন সাজা প্রাপ্তির বিষয়টি অজ্ঞাত ছিলো। এবারকার গ্রেফতারে সিস্টেম খোকনের সাজা ভোগের আগে ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই তার গ্রেফতার প্রতিটি শাহরাস্তিবাসীর জন্যে অনেক স্বস্তির। আর ফরিদগঞ্জের সাজাপ্রাপ্ত দুব্যক্তির গ্রেফতারে উপজেলার প্রতিটি বাসিন্দার স্বস্তি না থাকলেও যারা বিচারপ্রার্থী হয়েছিলেন, তাদের জন্যে অনেক সন্তুষ্টির, আর পুলিশের জন্যে উল্লেখযোগ্য গ্রেফতারি পরোয়ানা তামিলের সাফল্যে তৃপ্তির ঢেঁকুর তোলার অনুষঙ্গ। আমরা পুলিশ সুপার মহোদয়ের কাছে এই তিন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারে কৃতিত্ব প্রদর্শনকারী পুলিশ কর্মকর্তাদেরকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করার জোর অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়