রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

এই হামলার বিচার হতেই হবে

অনলাইন ডেস্ক
এই হামলার বিচার হতেই হবে

চাঁদপুরের সংস্কৃতি কর্মীরা বরাবরই প্রতিবাদী। যে ঘটনায় তারা বিক্ষুব্ধ হয়, তাতেই তারা কোনো না কোনো প্রতিবাদমূলক কর্মসূচি পালন করেন। নিজেদের মধ্যে সাংগঠনিক ভিন্নতা এবং মত-পথের পার্থক্য থাকলেও বিপদে ও সঙ্কটে তারা ঐক্যবদ্ধ থাকার বিষয়টি সরবে জানান দেন। যেমনটি আমরা দেখলাম গত রোববার। ওইদিন নাট্যশিল্পী ফাতেমাতুজ জোহরার উপর হামলার প্রতিবাদে চাঁদপুর থিয়েটার ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত অনন্যা নাট্যগোষ্ঠীর সক্রিয় সদস্য ফাতেমাতুজ জোহরার উপর এক বখাটে ইভটিজার মামুন ঢালী গত বুধবার রাতে বাবুরহাট কলেজ রোড এলাকায় হামলার ঘটনা ঘটায়। হামলায় ফাতেমা গুরুতর আহত হলে বুধবার রাতেই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফাতেমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফাতেমাতুজ জোহরার উপর হামলার প্রতিবাদে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা রোববার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা জোর দাবি জানান, সাতদিনের মধ্যে যদি ইভটিজিংকারী ও ফাতেমার উপর হামলাকারী মামুন ঢালীকে আটক করা না হয়, তাহলে সাংস্কৃতিক ও নাট্যকর্মীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা চাই, ফাতেমার মতো আর কোনো সাংস্কৃতিক ও নাট্যকর্মী এ ধরনের ইভটিজিংকারীর হাতে যেন হামলার শিকার না হয়। এই সন্ত্রাসী মামুন ইতিপূর্বে ইভটিজিং করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পক্ষকালের সাজা ভোগ করে জেলহাজত হতে বের হয়ে মরিয়া হয়ে উঠেছে। এই সন্ত্রাসীকে স্থানীয় কতিপয় ব্যক্তি ইন্ধন দিয়েছে বলেও দাবি তোলা হয়।

আমরা চাঁদপুর থিয়েটার ফোরামের দাবির সাথে সহমত পোষণ করে বলতে চাই, সাম্প্রতিক সময়ে বাবুরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মনে হচ্ছে না। এটা উদ্বেগজনক। আমাদের প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে খুবই গুরুত্বের সাথে বাবুরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেয়ার বিষয়টি গুরুত্বের সাথে ভাবতে হবে। সাথে সাথে শিক্ষিকা ও নাট্যকর্মীসহ বহু গুণের অধিকারী ফাতেমাতুজ জোহরার ওপর হামলার যথাযথ বিচার করতে হবে। হামলাকারীকে যে কোনো মূল্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ইভটিজিংয়ের সাথে সংশ্লিষ্ট সকলে এবং উস্কানিদাতারা প্রশ্রয় পেয়ে যাবে সীমাহীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়