রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

এবার যেন খুনি ছোট ভাইটির সাজা হয়

অনলাইন ডেস্ক
এবার যেন খুনি ছোট ভাইটির সাজা হয়

সম্পত্তিগত বিরোধে গেল ক’বছর আগে চাঁদপুর শহরের একটি মাদ্রাসার অধ্যক্ষ (যিনি একটি সংগঠনের নেতা)-এর মার খেয়ে তার মুক্তিযোদ্ধা বড়োভাই প্রাণ হারান বলে অভিযোগ উঠে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনাটি সংঘটিত হয় ফরিদগঞ্জে ওই অধ্যক্ষের গ্রামের বাড়িতে। কিন্তু ক্ষমতাবানদের ব্যবহার করতে সক্ষম হয়ে সেই অধ্যক্ষ খুনের দায় থেকে রক্ষা পাওয়ার কৌশলে সাফল্য খুঁজে পান এবং নির্বিঘ্নে কর্মস্থল থেকে অবসরে যান। চাটুকারিতায় সেই অধ্যক্ষের জুড়ি মেলা ভার ছিলো। সময়ান্তরে মতলব উত্তরে ঘটলো অনুরূপ ঘটনা।

গতকাল চাঁদপুর কণ্ঠে এই ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ‘ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু!’ শিরোনামের সংবাদটির বিবরণ হচ্ছে নিম্নরূপ : মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৫০)-এর মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে। নিহতের মেয়ে খালেদা বেগম জানান, তার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্যে বৃহস্পতিবার বাড়িতে আসেন। সকালে তার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তার বাবা গাছ কাটায় বাধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে যান।

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী ও ছেলেমেয়ের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান, নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তবে অভিযুক্ত শুক্কুর আলী প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে সকলে জানেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে এগারোটার দিকে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিলো। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমরা মনে করি, এবার মতলব উত্তরে ছোটভাই শুক্কুর আলী প্রধানের আঘাতে বড়োভাই সম্মানিত ইমাম আলমগীর হোসেন প্রধানের মৃত্যু যে হয়েছে সেটা প্রমাণে কোনো অস্পষ্টতা নেই। আশা করি এক্ষেত্রে ব্যবহৃত হবে না কোনো ক্ষমতাবান। পুলিশ সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে যথাযথ তদন্তের মাধ্যমে খুনির বিরুদ্ধে স্বল্পতম সময়ের ব্যবধানে দাখিল করবে অভিযোগপত্র এবং আদালতে বিচারক করবেন ন্যায়বিচার। আমরা এই খুনের ঘটনায় খুনির এমন কঠোর সাজা চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে আর কেউ কক্ষণো সাহস না করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়