প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাস্তা প্রশস্তকরণের প্রয়াস বাস্তবসম্মত

‘চেয়ারম্যান ঘাট-বঙ্গবন্ধু সংযোগ রাস্তা প্রশস্তকরণ কাজ পরিদর্শনে পৌর মেয়র’ শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে লিখা হয়েছে, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ১২নং ওয়ার্ডে চেয়ারম্যান ঘাটা জিটি রোড হতে বঙ্গবন্ধু সড়কের সাথে সংযুক্ত রাস্তা প্রশস্ত করার উদ্যোগ বাস্তবায়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। ২১ জানুয়ারি রোববার বিকেলে তিনি পৌর সার্ভেয়ার টিমসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে রাস্তা প্রশস্তের স্থানগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় মেয়র বলেন, রাস্তা প্রশস্ত করার প্রয়োজনে পৌরসভার রাস্তার ওপর নির্মাণ করা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। যত বড় প্রভাবশালী হোক না কেনো, যদি রাস্তার ওপর কোনো ভবনও থাকে প্রয়োজনে তা ভেঙ্গে ফেলা হবে। যে কোনো মূল্যে জনস্বার্থে এই রাস্তা প্রশস্ত করে যানজট কমিয়ে আনা হবে। এর মধ্যে যারা নিজে থেকে স্থাপনা সরিয়ে নিবেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ জানালাম।
চাঁদপুর পৌরসভার রাস্তাসমূহ ও মোড়গুলো প্রশস্তকরণের কাজ সময়োপযোগী ও বাস্তবসম্মত। অতীতের চেয়ারম্যানগণ ও মেয়রতো এই কঠিন কাজটিতে হাত দেননি। বর্তমান মেয়র অনেক সাহস দেখিয়ে এই কাজটি করে চলছেন নিরাপসভাবে। এই কাজে কোথাও কোথাও পুরানো স্থাপনা সরিয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছেন এবং বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।
চাঁদপুর সরকারি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও সাধনা ঔষধালয়ের সীমানা দেয়াল এবং বেগম ইন্ডাস্ট্রির সম্মুখস্থ বারান্দা ভেঙ্গে রাস্তা প্রশস্তকরণের কাজ করাটা মোটেও চাট্টিখানি কথা নয়। চাঁদপুর প্রেসক্লাব রোডে মাতৃমঙ্গল ও কালেক্টরেট স্কুলের মোড়, মিজান চৌধুরী সড়কের পূর্বাংশসহ কালীবাড়ি মোড়, শপথ চত্বর ও মাতৃপীঠ স্কুলের মোড় প্রশস্তকরণ নিশ্চয় মেয়রের জন্যে চ্যালেঞ্জিং হিসেবে সামনে রয়ে গেছে। বলা বাহুল্য, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের সীমানা দেয়াল সহ অন্যান্য স্থাপনা ভাঙ্গাটা কম চ্যালেঞ্জের হলেও ধর্মীয় প্রতিষ্ঠানের সীমানা দেয়ালসহ ছোট-বড় স্থাপনায় জনস্বার্থে কম-বেশি হাত দেয়া ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে জনস্বার্থ রক্ষা করাটা যে ধর্মবিরুদ্ধ কোনো কাজ নয়, সেটা যৌক্তিকভাবে তুলে ধরে মোটিভেশন করার উদ্যোগ নিতে হবে। কেননা এর কোনো বিকল্প নেই। আশা করি, চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয় এমন উদ্যোগগ্রহণেও পিছপা হবেন না। আমরা চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণে চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের প্রয়াসকে সবসময়ের জন্যে সমর্থন জানাই। এক্ষেত্রে তাঁর কঠোরতা, দৃঢ়তা ও রূঢ়তা মেনে নেয়ার মানসিকতা ক্ষতিগ্রস্তরা জনস্বার্থে প্রদর্শন করবেন বলে আমরা প্রত্যাশা করছি।ু