প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
বারডেমের নূতন পরিচালকের জন্যে শুভ কামনা
বারডেমের পরিচালক হলেন চাঁদপুরের নাসির উদ্দিন আহমেদ। এটি মঙ্গলবার চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি সংবাদ শিরোনাম। সংবাদটিতে লিখা হয়েছে, রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আলোচিত ও জনপ্রিয় সাবেক পরিচালক, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ। ১৫ জানুয়ারি সোমবার তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় পর গত ১১ জানুয়ারি থেকে আবারও আমার আপন কর্তব্যে ফিরলাম। অবসরের প্রায় সাড়ে ৩ বছর পর এবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছি। দোয়া প্রার্থী, যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো কিছু করতে পারি।
ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নাসির উদ্দীন আহমেদ ২০২০ সালের ১৬ জুলাই মমেক হাসপাতালের পরিচালক হিসেবে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অভাবনীয় পরিবর্তন সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে সব মহলে প্রশংসা কুড়ায়। একই সঙ্গে দেশের অন্যান্য হাসপাতালের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। জানা গেছে, সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় ওই বছরের (২০২০) ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি।
ডাঃ মোঃ নাসির উদ্দিন আহমেদ হাজীগঞ্জ পৌর এলাকার একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা ডাঃ আব্দুস সাত্তার হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক। একজন বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব হিসেবে তাঁর ছিলো সমধিক পরিচিতি। তিনি বলাখালে চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, নূরে মদিনা সিনিয়র মাদ্রাসা, আদর্শ কেজি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ায় মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়া বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়কে কারিগরি কলেজে রূপান্তর সহ উপজেলা ও জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে ম্যানেজিং কমিটির সফল সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁরই সুযোগ্য পুত্র হিসেবে কর্মক্ষেত্রে অসামান্য সুনাম অর্জনের পর ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নাসির উদ্দিন আহমেদ সেনাবাহিনীর চাকুরি থেকে অবসরগ্রহণ শেষে পিতার ন্যায় রাজনীতি বা সমাজসেবায় সম্পৃক্ত হবেন-এটা তাঁর এলাকার অনেকেই ধারণা করেছিল। কিন্তু সে ধারণার আলোকে চলেন নি তিনি। সম্ভবত তিনি রোগীদের সেবা দেয়া যায় এমন আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠানে যোগদানের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষা তাঁর ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করছি। আমরা তাঁর জন্যে অনেক শুভকামনা করছি। আমরা বিশ্বাস করি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের সেরা সরকারি হাসপাতালের স্বীকৃতি আদায়ের পারঙ্গমতা প্রদর্শনকারী যথেষ্ট অভিজ্ঞ ডাঃ নাসির উদ্দিন আহমেদ বারডেম হাসপাতালকে বর্তমান অবস্থান থেকে আরো অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। পরম করুণাময় আল্লাহতায়ালা তাঁকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে সেই সামর্থ্য দিক--পুরো চাঁদপুর জেলাবাসীর পক্ষে আমরা সেই দোয়াই করছি।