রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

অভিনন্দন নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি

অনলাইন ডেস্ক
অভিনন্দন নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে নূতন মন্ত্রিসভা গঠিত হলো তাতে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপির স্থান পাওয়াটা এক রকম নিশ্চিত বা প্রত্যাশিতই ছিলো। তিনি একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন তেমনি অন্যদিকে দুই দফায় পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর শিক্ষা, সংস্কৃতি ও ব্যক্তিগত শিষ্টাচার যেমন প্রশ্নের ঊর্ধ্বে তেমনি তাঁর সততা ও আন্তরিকতাও প্রশ্নাতীত। মন্ত্রিসভায় স্থানপ্রাপ্ত পঁচিশজন পূর্ণমন্ত্রীর তালিকায় অধিকতর যোগ্যদের অন্যতম হলেন ডাঃ দীপু মনি। প্রধানমন্ত্রী মূলত অভিজ্ঞতা নির্ভর যে মন্ত্রিসভা গঠন করেছেন তাতে চাঁদপুরের মেঘনা পাড়ের এই ভুবনজয়ী মেয়ে নক্ষত্রসম দেদীপ্যমান। বিগত মেয়াদে নূতন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার কার্যকর রূপান্তরে তিনি যে দক্ষতা ও প্রজ্ঞা দেখিয়েছেন তাতে মন্ত্রিসভায় তার স্থান প্রত্যাশিতই ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী যখন যাকে যেখানে গুরুত্বপূর্ণ মনে করেন তাকে সেখানেই দায়িত্বে ন্যস্ত করেন। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার রূপান্তরের মৌলিক দায়িত্ব সম্পন্ন করার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তার মানে আমাদের অবক্ষয়ের অস্থির সময়কে রোধ করতে হলে তাঁর মতো নেতৃত্ব সমাজকল্যাণে প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শিতার সুফল আনয়নে ডাঃ দীপু মনিকেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তিনি অবশ্য পূর্বের দুই দায়িত্বেই চ্যালেঞ্জকে জয় করেছেন।

আজকের বাংলাদেশে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হলেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদকের অবাধ ছড়াছড়ির কারণে এ উন্নয়নের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তাই সমাজকে বিনির্মাণ করতে হলে সমাজের কিশোর-তরুণ-যুব শ্রেণির আত্মিক ও মানসিক উন্নয়ন সাধন করা জরুরি। টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজের মানুষের মনে মননে কার্যকর পরিবর্তন সাধন করতে হবে। তাই আমরা মনে করি, একজন উপযুক্ত ব্যক্তির হাতেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভার ন্যস্ত হয়েছে। এই মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের কল্যাণ সাধন সম্ভব হবে। আমরা মনে করি, একজন যোগ্য নেতার কাজ হলো সুপরিবর্তন সাধন করে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা। ডাঃ দীপু মনি মাননীয় প্রধানমন্ত্রীর একজন নির্ভরযোগ্য সেনানী। তাঁর হাত ধরেই অবক্ষয়মুক্ত সমাজ তৈরি হবে--এ আমাদের সর্বান্তঃকরণ কামনা। আমরা নব নিযুক্ত সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে হার্দিক অভিনন্দন জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁর দূরদর্শী প্রজ্ঞায় মেঘনা পাড়ের মাটি ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ভবিষ্যতে সংস্কৃতিবান ও দুর্নীতিমুক্ত প্রজন্ম বিনির্মাণে শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি এমপির সম্মিলিত প্রয়াসে সোনার বাংলার তরণী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। আমরা উভয়ের সুস্বাস্থ্য ও নিরোগ জীবন কামনা করি, যাতে তাঁরা তাঁদের উপর অর্পিত দায়িত্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন। জয় বাংলা।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়